বলিউডের অন্যতম সফল নায়কদের একজন হৃতিক রোশন। প্রায় সময় তাকে দেখা যায় তার প্রেমিকা সাবা আজাদের সঙ্গে। তবে নায়কের ৫২তম জন্মদিন উদযাপনের ছবি নিয়ে বেশ আলোচনা চলছে। কারণ জন্মদিনের পার্টিতে তার প্রাক্তন স্ত্রী ও বর্তমান প্রেমিকা দুজনেই উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নায়ক নিজেই সেসব ছবি শেয়ার করেছেন আর এ নিয়েই চর্চা চলছে।
ইয়ট পার্টির ছবিগুলোতে আরও দেখা যায়, সুজানের ভাই ও অভিনেতা জায়েদ খান, অভিনেতা কুণাল কাপুর, প্রযোজক গোল্ডি বেহল এবং অভিনেত্রী সোনালি বেন্দ্রে।
একটি বিলাসবহুল ইয়টে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে সোমবার (১২ জানুয়ারি) জন্মদিনের পার্টির আয়োজন করেন তিনি। সেই উদযাপনের একাধিক ছবিতে দেখা যায়, প্রেমিকা সাবা আজাদ-এর সঙ্গে হাসিমুখে সময় কাটাচ্ছেন হৃতিক। একই সঙ্গে উপস্থিত ছিলেন তার প্রাক্তন স্ত্রী সুজান খান এবং তাদের দুই ছেলে হ্রেহান ও হৃদান। সবচেয়ে নজরকাড়া বিষয়, এক ফ্রেমে সাবা ও সুজানের উপস্থিতি।
একটি বিলাসবহুল ইয়টে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে সোমবার (১২ জানুয়ারি) জন্মদিনের পার্টির আয়োজন করেন তিনি। সেই উদযাপনের একাধিক ছবিতে দেখা যায়, প্রেমিকা সাবা আজাদ-এর সঙ্গে হাসিমুখে সময় কাটাচ্ছেন হৃতিক।
ইয়ট পার্টির ছবিগুলোতে আরও দেখা যায়, সুজানের ভাই ও অভিনেতা জায়েদ খান, অভিনেতা কুণাল কাপুর, প্রযোজক গোল্ডি বেহল এবং অভিনেত্রী সোনালি বেন্দ্রে। জন্মদিনের কেক কাটার সময় ‘হ্যাপি বার্থডে’ গানে মুখর ছিল পুরো পরিবেশ। পার্টিতে উপস্থিত ছিলেন সুজানের বর্তমান প্রেমিক অভিনেতা আরসলান গনি-ও।
হৃতিকের পোস্টে শুভেচ্ছা জানাতে ভোলেননি সুজান খান। অন্যদিকে প্রেমিকা সাবা আজাদও হৃতিকের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দেন।
হৃতিকের পোস্টে শুভেচ্ছা জানাতে ভোলেননি সুজান খান। তিনি লেখেন, তোমার জন্য সবচেয়ে সুন্দর ও আশীর্বাদপুষ্ট একটি বছর কামনা করি, ভালোবাসা আর হাসিতে ভরে থাকুক তোমার চারপাশ। অন্যদিকে প্রেমিকা সাবা আজাদও হৃতিকের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দেন। তিনি লেখেন, তোমাকে হাসিখুশি দেখতে পাওয়ার চেয়ে আমাকে কিছুই বেশি আনন্দ দেয় না। শুভ জন্মদিন, আমার ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি।
উল্লেখ্য, ২০০০ সালে হৃতিক রোশন ও সুজান খানের বিয়ে হয়। ২০১৩ সালে আলাদা হলেও ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তবে দুই ছেলের দায়িত্ব ভাগাভাগি করে নেয়ার পাশাপাশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তারা।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
এমকে/টিএ