মেগাস্টার চিরঞ্জীবী আবারও প্রমাণ করলেন কেন তিনি এই নামের যোগ্য। তার নতুন ছবি ‘মানা শঙ্কর ভার প্রসাদ গারু’ মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে ৮৪ কোটি টাকার বেশি আয় করে বক্স অফিসে ইতিহাস গড়েছে। এটি চিরঞ্জীবীর কেরিয়ারের সর্বোচ্চ ওপেনিংয়ের পাশাপাশি আঞ্চলিক ছবির অন্যতম বড় সূচনা।
অনিল রাভিপুডি পরিচালিত ছবিটি ভরপুর মাস এন্টারটেনমেন্ট ও পারিবারিক আবেদনে দর্শকদের মন জয় করেছে। শুধু ভারতেই নয়, উত্তর আমেরিকাতেও ছবিটি দারুণ সাড়া ফেলেছে, যেখানে প্রথম দিনেই আয় হয়েছে প্রায় ১৭ লাখ ডলার। বুকমাইশো প্ল্যাটফর্মে ২৪ ঘণ্টায় প্রায় পাঁচ লক্ষ টিকিট বিক্রি হয়ে নতুন রেকর্ড তৈরি হয়েছে।
সংক্রান্তির ছুটিতে দর্শকদের ব্যাপক উপস্থিতি ও ইতিবাচক মুখে-মুখে প্রচারের জোরে ‘মানা শঙ্কর ভার প্রসাদ গারু’ যে সুপারহিটের পথে, তা বলাই যায়। আবারও বক্স অফিসে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করলেন মেগাস্টার চিরঞ্জীবী।
এবি/টিএ