মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) কক্সবাজরের জেলা প্রশাসক (ডিসি) এম আব্দুল মান্নানের স্বাক্ষরিত আদেশে এ কমিটি গঠন করা হয়।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমেদকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিকে আদেশ পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক, পুলিশ সুপারের প্রতিনিধি, কোল পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থাপক ও নিরাপত্তা প্রধান, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ফায়ার সার্ভিসের প্রতিনিধি।

কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমেদ জানান, জেলা প্রশাসকের আদেশ ইতোমধ্যে তারা পেয়েছেন। সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিদের নাম চূড়ান্ত হলেই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিক থাকলে আগামী রোববার ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনের পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে, সে বিষয়ে করণীয় সুপারিশও প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে।

আগুন নিয়ন্ত্রণে অভিযানের বিস্তারিত তুলে ধরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন বলেন, স্ক্র্যাপ ইয়ার্ডে দীর্ঘদিন ধরে জমে থাকা পুরোনো যন্ত্রাংশ, লোহা, টিন ও অন্যান্য ধাতব সামগ্রী স্তূপাকারে জমাট বেঁধে ছিল। ফলে আগুন নেভানোর সময় ভেতরের অংশে পানি পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এক পাশ নিভলেও অন্য পাশে নতুন করে আগুন জ্বলে উঠছিল। এ কারণেই প্রায় আট ঘণ্টারও বেশি সময় লেগেছে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, সোমবার রাত ৮টার দিকে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন লাগে, প্রথম দিকে বিষয়টি বোঝা না গেলেও পরে আগুন বেশ দৃশ্যমান হয়। রাত সাড়ে ৯টা থেকে চারটি সম্পূর্ণ ইউনিটের ২১ জন ফায়ার ফাইটারের টানা অভিযানের পর মঙ্গলবার ভোর ৫টা ৪৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে এখন পর্যন্ত স্ক্র্যাপ ইয়ার্ডে থাকা সামগ্রীর ক্ষয়ক্ষতি ও উদ্ধারের কোনো চূড়ান্ত হিসাব প্রকাশ করা হয়নি।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম বলেছেন, আগুনে স্ক্র্যাপ ইয়ার্ডে ক্ষয়ক্ষতি ও উদ্ধারের পূর্ণাঙ্গ হিসেব নিরূপণ করা হবে।

এবি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পোস্টাল ভোট ব্যবস্থাপনায় প্রশিক্ষণ ১৭ জানুয়ারি Jan 14, 2026
img
২০২৫ সালে লাইভ পারফরম্যান্সের জাদু ছড়াল শিল্পীরা Jan 14, 2026
img
চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক যুগ্ম-আহ্বায়কসহ আটক ৩ Jan 14, 2026
img
যুক্তরাষ্ট্র নয়, ডেনমার্ককেই বেছে নেবে গ্রিনল্যান্ড: প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন Jan 14, 2026
img
নির্বাচন সামনে রেখে অন অ্যারাইভাল ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ Jan 14, 2026
img
আটক বিক্ষোভকারীদের ফাঁসি না দিতে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি Jan 14, 2026
img
গোসাইরহাটে বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ৪ শতাধিক নেতাকর্মী Jan 14, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়লে অঞ্চলের জন্য ‘বিপর্যয়কর’ হবে : কাতার Jan 14, 2026
img
দুপুরে খাওয়ার পরই ঘুম পায়? কতক্ষন নেবেন এই পাওয়ার ন্যাপ Jan 14, 2026
img
বিশ্বের দূষিত শহরের তালিকায় ২য় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি Jan 14, 2026
img
নাট্য প্রযোজক সারওয়ার জাহানকে হাইকোর্টে তলব Jan 14, 2026
img
ঘুম থেকে উঠে এই ৫ কাজে দ্রুত কমবে ওজন Jan 14, 2026
img

সরকার বলছে ২ হাজার

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের দাবি Jan 14, 2026
img
ফাইনালের দোরগোড়ায় ম্যানসিটি Jan 14, 2026
img
আজ ঢাকার তিন স্থানে অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের Jan 14, 2026
img
হাদি হত্যার বিচার হতেই হবে : মির্জা ফখরুল Jan 14, 2026
img
প্রতিদিনের খাবারে রাখুন এই ৫টি প্রোটিনসমৃদ্ধ খাবার Jan 14, 2026
img
চামড়াসহ নাকি চামড়া ছাড়া, কীভাবে মুরগির মাংস খাওয়া ভালো? Jan 14, 2026
img
১৪ জানুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Jan 14, 2026
img
রেজা পাহলভির সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠক Jan 14, 2026