মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান গেল বছরের নভেম্বরে বিয়ে করেছেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তার। বিয়ের দুমাস না যেতেই এবার দিলেন সন্তানের খবর। অভিনেত্রী জানান, মা হচ্ছেন তিনি।
বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা। ধার্মিক ছেলেকে বিয়ে করবেন বলে জানিয়েছিলেন তিনি। বিয়ের পর অবশ্য জানান, তার বর নামাজ কাজা করেন না। তাই তো সংসার জীবন নিয়ে খুশি তিনি।
বুধবার (১৪ জানুয়ারি) প্রিয়াঙ্কার জন্মদিন। আর তার আগেই সুখবর জানিয়ে দেশের একটি গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, নিজের জন্মদিন। জীবনের আরও একটি অধ্যায় পার হচ্ছে। এরমাঝে আবার মা হতে যাচ্ছি। খুশি লাগছে, আবার লজ্জাও পাচ্ছি।
প্রিয়াঙ্কা জানান, চলতি বছরের জুলাই মাসে পৃথিবীতে সন্তানের আগমনের কথা রয়েছে। চিকিৎসক তেমনটাই জানিয়েছেন। প্রিয়াঙ্কা। আল্লাহ্ চাইলে আরও আগে আসতে পারে। ছেলে হলে নাম রাখবেন আফফান বিন রাকিব, আর মেয়ে বাবু হলে নাম হবে মারিয়াম বিনতে রাকিব।
এমআই/এসএন