মুস্তাফিজুর রহমান ইস্যুতে উত্তাল ক্রীড়াঙ্গন। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকার-সবাই সরব এই ইস্যুতে। এবার নীরবতা ভেঙ্গেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ফিজ ইস্যুতে কড়া মন্তব্য করেছেন তিনি। সাকিবের মতে, এই ইস্যুটা ভারতীয় ক্রিকেট বোর্ড আরও ‘স্মার্টলি’ সামলাতে পারত।
চড়া দামে দল পাওয়ার পরও মুস্তাফিজের খেলতে না পারার বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেন সাকিব। তিনি বলেন, ‘অবশ্যই একজন খেলোয়াড়ের দিক থেকে তা খুবই হতাশাজনক। এরকম একটা বড় নিলাম হওয়ার পর খেলতে না পারা অবশ্যই দুঃখজনক একটা বিষয়।’
মুস্তাফিজ ইস্যুতে বর্তমানে বিসিবি, আইসিসিরও কিছু করার নেই বলে সাকিবের মন্তব্য। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার মনে করিয়ে দিলেন, ফ্র্যাঞ্চাইজি লিগগুলো নিজস্ব নিয়মে চলে। তিনি বলেন, ‘যে দেশে টুর্নামেন্ট হয় ওই দেশেরই নিয়ম চলে। তাদের যখন যেটা ইচ্ছা করতে পারে। বিপিএলেও যদি দেখেন চুক্তির সময় এমন দেওয়া থাকে।
বিসিবির ক্ষমতা থাকবে যে কোনো সময় যেকোনো রুলস পরিবর্তন করার। এরকম থাকে আমি যতদূর জানি। সে জায়গা থেকে মুস্তাফিজের কিছু করার ছিল না। এমনকি বিসিবিরও নেই, আইসিসিরও নেই।’
সূত্র: বিডিক্রিকটাইম
আরআই/ এসএন