বলিউডের জগত আবারও ঝলমলে হয়ে উঠল, যখন নতুন বিয়ের জুটি নূপুর সেনন ও স্টেবিন বেন মুম্বাইয়ে আয়োজিত নিজের গ্র্যান্ড ওয়েডিং রিসেপশন আয়োজন করলেন। উদয়পুরের স্বপ্নময় ডুয়াল সেরিমনি বিয়ের পর এই অনুষ্ঠান সম্পূর্ণ এক মনোমুগ্ধকর রাত হিসেবে রূপ নিল।
বধূ নূপুর লাল লেহেঙ্গায় উপস্থিত হয়ে নিজের সৌন্দর্য ঝলকিয়ে তুললেন। ভেল ও চূড়া পরিহিত তিনি যেন সমস্ত দৃষ্টি কেড়ে নিলেন। বর স্টেবিন কালো শেরওয়ানিতে ছিলেন অভিজাত এবং মার্জিত, তার উপস্থিতিই অনুষ্ঠানকে আরও বিশেষ করে তুলেছিল।
রাতের সবচেয়ে আলোচিত মুহূর্তটি তখন আসে, যখন সালমান খান উপস্থিত হন। স্টেবিনের সঙ্গে ছবি তোলার পর, তিনি নূপুরের দিকে এগিয়ে গিয়ে তার হাত ধরে অভিনন্দন জানান। তার এই ভদ্র ও মনমুগ্ধকর আচরণ দর্শক ও উপস্থিত অতিথিদের মন জয় করেছিল।
বধূর বোন কৃতি সেনন মস্তার্ড ভেলভেটের শাড়িতে উপস্থিত হয়ে গ্রেসের সঙ্গে ব্রাইডসমেইডের দায়িত্ব পালন করলেন। তিনি ক্যামেরার চোখে তার বোনের সাজ ঠিক করেও নজর কাড়লেন। তার রুমার্ড বয়ফ্রেন্ড কাবির বাহিয়া উপস্থিত থাকায় সম্পর্ক নিয়ে জল্পনাও তৈরি হলো।
রিসেপশনে উপস্থিত ছিলেন নেহা ধুপিয়া-অ্যাঙ্গাড বেদি, রাকুল প্রীত-জ্যাকি ভাঘনানি, মৌনী রয়, দিশা পটানী, ইউলিয়া ভান্টুর, আশুতোষ গোয়ারিকার ও রমেশ তৌরানি প্রমুখ। বলিউডের এই তারকা সমাগম অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলেছে এবং এক ঝলমলে রাত হিসেবে মনে রাখার যোগ্য করেছে।
আইকে/টিএ