দক্ষিণী ও বলিউড অভিনেত্রী সৌম্যা টান্ডন আবারও বড় পর্দায় ফিরছেন। তিনি যোগ দিয়েছেন সুরজ বর্জত্যার আসন্ন প্রেমকাহিনী ‘যে প্রেম মোল লিয়া’ ছবিতে। আয়ুষ্মান খুরানা ও শারভরীর সঙ্গে শেয়ার করেছেন পর্দা, যা ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
সৌম্যা আগে ‘ধুরন্ধর’ ছবিতে উলফাত রেহমানের চরিত্রে দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছেন। তাঁর নতুন এই চরিত্রে সংবেদনশীলতা ও আবেগপূর্ণ মিশ্রণ থাকবে বলে সূত্রগুলো জানিয়েছে। যদিও এখন পর্যন্ত চরিত্রের বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে এটি ছবির আবেগকে আরও গভীর করবে বলেই মনে করা হচ্ছে।
সুরজ বর্জত্যার এই রোমান্টিক নাটকটি নতুন প্রজন্মের জন্য ঐতিহ্য ও হৃদয়স্পর্শী গল্পের সংমিশ্রণ হিসেবে বিশেষভাবে প্রতীক্ষিত। সৌম্যার যুক্ত হওয়া কেবল গল্পের আকর্ষণ বাড়াচ্ছে না, দর্শক ও সংবাদমাধ্যমের আগ্রহও তুঙ্গে পৌঁছে দিয়েছে।
এমকে/টিএ