‘গুন্তুর কারাম’-এ শ্রীলীলার উপস্থিতি কেবল অভিনয় নয়, পুরো সিনেমার দৃশ্য চুরি করার মতোই ছিল। তাঁর প্রাণবন্ত এনার্জি, মনমোহনী পর্দার উপস্থিতি এবং মহেশ বাবুর সঙ্গে চোখে পড়ার মতো কেমিস্ট্রি দর্শকদের মুগ্ধ করেছে। দর্শকরা এখনও শ্রীলীলার প্রতিটি মুহূর্তের প্রশংসায় ব্যস্ত।
নৃত্য থেকে আবেগপূর্ণ দৃশ্যে, শ্রীলিলা সম্পূর্ণ শক্তি দিয়ে পারফর্ম করেছেন। স্পষ্টভাবে দেখা গেছে, তিনি কেবল গ্ল্যামার যোগ করতে নয়, বড় বাজেটের সিনেমায় নিজের প্রতিভা ও চার্ম দিয়ে ফিল্মের কেন্দ্রবিন্দুতে থাকতে পারেন। শ্রীলীলার এই পারফরম্যান্স প্রমাণ করল, তিনি শুধু উঠে আসছেন না তিনি এখানে রাজত্ব করতে এসেছেন।
পিআর/টিএ