সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করতে বুধবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে গেছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি সেখানে অবস্থানকালে মরহুমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন। এ সময় এই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
শোকবইয়ে স্বাক্ষর শেষে আবদুল্লাহিল আমান আযমী বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এই সংক্ষিপ্ত বৈঠকে তিনি নিজের লেখা একটি বই তারেক রহমানের হাতে উপহার হিসেবে তুলে দেন।
উল্লেখ্য, খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা ধারাবাহিকভাবে গুলশান কার্যালয়ে আসছেন। সেখানে রাখা নির্ধারিত শোকবইয়ে স্বাক্ষর করার মাধ্যমে তারা প্রিয় নেত্রীর প্রতি তাদের শেষ শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করছেন।
ইউটি/টিএ