নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত এমপি প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা চালানো হয়েছে। এসময় ধস্তাধস্তিতে অন্তত দু’জন এনসিপির কর্মী আহত হন।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফতুল্লার পশ্চিম দেওভোগ বাঁশমুলি এলাকায় গণভোট নিয়ে গণসংযোগেকালে এ ঘটনা ঘটে।
এনসিপি নেতা আল-আমিন জানান, স্থানীয় নেতাকর্মীদের নিয়ে গণভোটের গণসংযোগ ও মতবিনিময় করার এক পর্যায়ে এক যুবক চাপাতিসহ হামলার চেষ্টা করলে করলে নেতাকর্মীরা তাকে আটক করে। পরে স্থানীয় লোকজন যুবককে ছাড়িয়ে নেয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনা আইনি পদক্ষেপ নেওয়া কথা জানিয়েছে এনসিপি নেতা।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান বলেন, ঘটনার তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।