বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জেরে সব ধরণের ক্রিকেট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। নাজমুল ইসলামের পদত্যাগের দাবি করেছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব)। বিসিবির এই পরিচালক পদত্যাগ না করা পর্যন্ত ক্রিকেট বয়কটের ডাক দেন তারা।
নিজেদের সিদ্ধান্তে এখনও অনড় রয়েছেন ক্রিকেটাররা। এখনও পর্যন্ত পদত্যাগ করেননি বিসিবি পরিচালক নাজমুল। তাই সব ধরণের ক্রিকেট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা।