বিশ্বসঙ্গীতের অগ্রগামী এআর রহমান বলিউডে দীর্ঘ পথচলা সত্ত্বেও গত আট বছরে বহু কাজ হাতছাড়া করেছেন। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে জানান, এই সময়কালে ক্ষমতার বদলের পাশাপাশি শিল্প-সৃজনশীলতার অভাব এবং ধর্মীয় বিভাজনের মতো কিছু বিষয় প্রভাব ফেলেছে।
রহমান বলেন, “ক্ষমতা তাঁদের হাতে থাকে যারা সৃজনশীল নন। আবার ধর্মীয় বিভাজনও থাকতে পারে। কিন্তু এসব বিষয়ে আমাকে কেউ সরাসরি বলেনি।” হিন্দি ছবির জগতে প্রারম্ভিকভাবে তিনি নিজেকে বহিরাগত মনে করেছিলেন। তবে ‘রোজা’, ‘বম্বে’ এবং ‘দিল সে’র মতো কাজের পর ক্রমশ নিজের পরিচিতি তৈরি করতে সক্ষম হন।
সাংগীতিকভাবে নতুন ভাষা শিখেছেন, হিন্দি, উর্দু, আরবি ও পঞ্জাবি। এর মধ্য দিয়েই তিনি বলিউডে নিজেকে মানিয়ে নিয়েছেন। রহমান আরও বলেন, “আমি কাজ খুঁজে বেড়াই না। কাজ ঠিক চলে আসবে, যদি আমি মনোযোগী থাকি। এই সময় আমার পরিবার ও নিজের জন্যও বেশি সময় মিলেছে।”
সঙ্গীতের এই মহাগুরুতে দেখানো আত্মবিশ্বাস ও ধৈর্য বলিউডে শিল্পী-শৃঙ্খলার প্রতি তাঁর অবিচল নিষ্ঠার প্রমাণ।
পিআর/টিএ