নির্বাচন এলে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অভিযোগ হিন্দু মহাজোটের

দেশে জাতীয় নির্বাচন এলেই হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে- এমন অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনটি জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু হিন্দুদের ওপর নৃশংস ও পরিকল্পিত হত্যা, ধর্ষণ, নির্যাতন ও লুটপাটের ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় নির্বাচনপূর্ব ও পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের জানমাল, ঘরবাড়ি, মন্দির ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে সাত দফা প্রস্তাবনা দিয়েছে হিন্দু মহাজোট।

আজ (শুক্রবার) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে। তিনি বলেন, দেশের প্রতিটি জাতীয় নির্বাচনই হিন্দু সম্প্রদায়ের কাছে আতঙ্কের নাম।

অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন এলেই হিন্দুদের ঘরবাড়ি, মঠ-মন্দির, প্রতিমা ও নারীদের ওপর হামলা বেড়ে যায়। আসন্ন নির্বাচনকেও ঘিরে একই ধরনের সহিংসতার আশঙ্কা করছি। সংখ্যালঘু নির্যাতন দেশে একটি নিয়মিত প্রক্রিয়ায় পরিণত হয়েছে, যা সাম্প্রতিক সময়ে বহুগুণ বেড়েছে।

সংবাদ সম্মেলনে মহাজোটের নির্বাহী মহাসচিব বলেন, নির্বাচনকে কেন্দ্র করে হিন্দু ভোটারদের ভয়ভীতি দেখানো, ধর্মীয় স্থাপনায় হামলা এবং পরাজয়ের অজুহাতে হিন্দু সম্প্রদায়ের ওপর প্রতিশোধমূলক আক্রমণের প্রবণতা উদ্বেগজনক। অতীতে যেসব প্রার্থী বা রাজনৈতিক কর্মী সংখ্যালঘু নির্যাতনে জড়িত ছিলেন বা উসকানি দিয়েছেন, তারা যে দলেরই হোক না কেন, তাদের ভোট না দেওয়ার আহ্বান করবো।

সরস্বতী পূজার দিনে সব ধরনের পরীক্ষা স্থগিত রাখার দাবিও জানিয়েছে মহাজোটটি।

তিনি জানান, ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সাত দফা প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে-নির্বাচনের ১০ দিন আগে থেকে ১০ দিন পর পর্যন্ত সংখ্যালঘুদের বাড়িঘর ও ধর্মীয় প্রতিষ্ঠানে বাড়তি নিরাপত্তা, নির্বাচনে সেনা মোতায়েন, ধর্মীয় প্রতিষ্ঠানে নির্বাচনী প্রচার নিষিদ্ধ, ধর্মের অপব্যবহার বন্ধ, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট আসনের ভোট স্থগিত ও তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ, নির্বাচন কমিশনে ও প্রতিটি জেলায় সংখ্যালঘু ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে মনিটরিং সেল গঠন এবং ভোটারদের নিরাপদে ভোট দিয়ে ঘরে ফেরার নিশ্চয়তা দেওয়া।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহাজোটের সভাপতি ড. প্রভাস চন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি ডিসি রায়, জগন্নাথ হালদার, যুগ্ম মহাসচিব সমীর সরকার, অখিল মণ্ডল প্রমুখ।


আরআই/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বার্সেলোনার টানা ১১ জয়ের পরও ফ্লিক বললেন, এটা ‘কিছুই না’ Jan 16, 2026
img
৮০০ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান: হোয়াইট হাউস Jan 16, 2026
বেগম জিয়াকে নিয়ে যে স্মৃতিচারণ শফিকুর রেহমানের Jan 16, 2026
কীভাবে নোবেল পেলেন ট্রাম্প? বিশ্বজুড়ে নতুন বিতর্ক Jan 16, 2026
img
বন্দি থাকাকালে বেগম জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না: আসিফ নজরুল Jan 16, 2026
img
কিছু কেন্দ্রে আগের রাতেই সিল মেরে রাখার চিন্তা করা হচ্ছে: রুমিন ফারহানা Jan 16, 2026
img
‘ভারতে যত ছাগল কোরবানি হয়, পাকিস্তানে তত লোকও নেই’ Jan 16, 2026
img
ঢাকায় আসছেন আইসিসির দুই কর্মকর্তা,বৈঠকে থাকবে সরকারের প্রতিনিধিও Jan 16, 2026
img

বিপিএল ২০২৬

বিপিএল থেকে প্রথম বিদায় নোয়াখালীর Jan 16, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’ এর প্রচারণা চালানো রাষ্ট্রের জন্য ফরজে কেফায়া: স্বাস্থ্য উপদেষ্টা Jan 16, 2026
img
খারাপ ক্রিকেট খেলিনি, ভাগ্য সহায় ছিল না: রংপুরের অধিনায়ক লিটন Jan 16, 2026
img
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট ফি পুনর্নির্ধারণ Jan 16, 2026
img
ঢাকায় বিপিএল ‘ফেরার’ দিনে স্টেডিয়ামে দর্শকদের উপচে পড়া ভিড় Jan 16, 2026
img
সালাহর লিভারপুলে ফেরা নিয়ে কোচের মন্তব্য Jan 16, 2026
img
ইউরোপে পরমাণু হামলার সময়সীমা নিয়ে পুতিনের সাবেক উপদেষ্টার মন্তব্য Jan 16, 2026
img
তোপের মুখে ইনস্টাগ্রাম বন্ধ করে দিলেন ‘টক্সিক’ এর সেই নায়িকা Jan 16, 2026
img
'ইসলামের পথ থেকে সরে গেছে জামায়াত, তাই ইসলামী আন্দোলনও জোট থেকে বেরিয়ে গেছে' Jan 16, 2026
img
রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে: আমীর খসরু Jan 16, 2026
img
এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ, মানতে হবে গুরুত্বপূর্ণ ১৩ নির্দেশনা Jan 16, 2026
নাচে গানে ভরপুর পূজা চেরির ‘ভাইরাল’ গায়ে হলুদ! Jan 16, 2026