যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান বলেছেন, যে করেই হোক ১২ ফেব্রুয়ারি নির্বাচন যেন হয়। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস সবাইকে গ্যারান্টি দিচ্ছেন এবং বারবার বলছেন যে, ওই নির্বাচন হবে একটি আনন্দমুখর, উৎসবের দিন। আমিও তাই চাই। কিন্তু সেটার জন্য সবার সহযোগিতার প্রয়োজন।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘নাগরিক সমাজ’র উদ্যোগে আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন।
শফিক রেহমান বলেন, আমি আশা করি পুলিশবাহিনী ভোটের দিন একটি পজিটিভ ভূমিকা বা ইতিবাচক ভূমিকা রাখবেন। আমি সেটা আশা করি। ভোটকেন্দ্র যেন সত্যি উৎসব মুখরিত হয়ে ওঠে এবং সত্যি যেন সপরিবারে সবাই ভোটকেন্দ্রে যান এবং গিয়ে ভোট দেন। কেননা আজকের এই শোকসভাকে যদি অর্থবহ, মিনিংফুল করতে হয়, তাহলে এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। সুতরাং দয়া করে আপনারা ইলেকশন বানচাল হতে দেবেন না। কোনো একটি বিচ্ছিন্ন ঘটনায় অথবা একটি সহিংসতার ফলে গোটা জাতির আশা ‘ইলেকশন’, সেটা আপনারা নষ্ট করবেন না।
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আজ রাজধানীতে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হচ্ছে। শোকসভায় সভাপতিত্ব করছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন। উপস্থাপনা করছেন আশরাফ কায়সার এবং কাজী জেসিন।
এ সময় দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।
কেএন/টিকে