আরেক সেলিব্রেটি দম্পতি সম্পত্তিতে বড় বিনিয়োগ করায় মুম্বাই সংলগ্ন উপকূলীয় শহর আলিবাগ আরও জমকালো হয়ে উঠল। বিশাল এক জমি কিনেছেন বিরাট কোহলি ও আনুষ্কা শর্মা। দুটি সংলগ্ন প্লট নিয়ে গঠিত এই জমির মোট আয়তন ৫.১৯ একরেরও বেশি। মহারাষ্ট্রের রায়গড় জেলার জিরাড গ্রামে অবস্থিত, এই প্লটগুলির মোট মূল্য আনুমানিক ৩৭.৮৬ কোটি টাকা।
এই দম্পতি প্লটগুলি কেনার জন্য শুধুমাত্র স্ট্যাম্প ডিউটি বাবদ ২.২৭ কোটি টাকা দিয়েছিলেন বলে জানা গেছে। তারা ইতোমধ্যে আলিবাগে একটি বিলাসবহুল হলিডে হোমের মালিক হয়েছেন।
১৩ জানুয়ারিতে প্লটটি রেজিস্ট্রি করা হয়েছে। লাইভ মিন্টের এক প্রতিবেদন অনুসারে, আলিবাগের জিরাড গ্রামে অবস্থিত জমিটি সামিরা ল্যান্ড অ্যাসেটস প্রাইভেট লিমিটেডের পরিচালক সোনালি অমিত রাজপুতের কাছ থেকে কেনা হয়। ডেটা অ্যানালিটিক্স ফার্ম সিআরই ম্যাট্রিক্স নিশ্চিত করেছে যে, দুটি সংলগ্ন জমির চুক্তিটি ১৩ জানুয়ারি রেজিস্ট্রি হয়েছিল। কোহলির ভাই এই কাজ সম্পন্ন করেছেন। প্রায় ২.২৭ কোটি টাকার স্ট্যাম্প শুল্ক দেওয়া হয়েছে।
রিপোর্ট অনুসারে, কোহলির ভাই বিকাশ কোহলি তার হয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। গত বছরের শেষের দিকে কোহলি তার বড় ভাই বিকাশকে জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি (জিপিএ) হস্তান্তর করার পর চুক্তিটি চূড়ান্ত হয়। গুরুগ্রামের ডিএলএফ ফেজ-১-এ বিরাটের একটি বিলাসবহুল বাড়িও রয়েছে যার দাম প্রায় ৮০ কোটি টাকা।
২০২২ সালে, কোহলি এবং আনুষ্কা দুটি পৃথক চুক্তিতে রিয়েল এস্টেট ডেভেলপার সামিরা হ্যাবিট্যাটসের কাছ থেকে ১৯.২৪ কোটি টাকায় প্রায় আট একর জমি কিনেছিলেন। এই জমিতে তাদের বিলাসবহুল হলিডে হোম তৈরি করেছে।
গত কয়েক বছরে বেশ কয়েকজন হাই প্রোফাইল সেলিব্রিটি আলিবাগে বিনিয়োগ করেছেন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও আছেন সেই তালিকায়। এছাড়া অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং, শাহরুখ খানের মেয়ে সুহানা খানও আলিবাগে জমির পেছনে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছেন।
এসকে/টিকে