দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় সমাজের সচেতন ও প্রভাবশালী ব্যক্তিদের এখনই সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
তিনি বলেছেন, ‘এটি কেবল বিএনপির বিষয় নয়, বরং দেশের অস্তিত্বের প্রশ্ন। এই মুহূর্তে সত্য না বলে মুখ লুকিয়ে রাখলে দেশ আরও বড় ক্ষতির মুখে পড়বে।’
শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর বারিধারা হাউস সোসাইটির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মূল লক্ষ্যই হলো বিএনপিকে ঠেকানো। যারা উন্নয়নের এই অগ্রযাত্রা থামাতে চায়, তারা দেশের কল্যাণ চায় না। তিনি বারিধারা সোসাইটির নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা সমাজে প্রভাবশালী, মানুষ আপনাদের কথা শোনে। আপনারা চুপ থাকলে ভবিষ্যতে সম্মান নিয়ে বাঁচার জায়গাও থাকবে না। তখন যারা দেশ চালাবে, তারা কেবল ডিকটেট করবে।’
তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান এখন আগের চেয়ে অনেক বেশি পরিপক্ব, অভিজ্ঞ ও দৃঢ়। যার বাবা রাষ্ট্রপতি ও মা তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, তার রক্তেই নেতৃত্ব রয়েছে।
আবদুস সালাম বলেন, ‘তারেক রহমানের সঙ্গে এই নির্বাচনী এলাকার (ঢাকা-১৭) এক গভীর আত্মিক সম্পর্ক রয়েছে। আপনারা সৌভাগ্যবান যে, যিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তার সঙ্গে আপনাদের সরাসরি যোগাযোগের সুযোগ রয়েছে।’
গত ১৭ বছরে দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন প্রসঙ্গে আবদুস সালাম বলেন, ‘একটি দেশ ধ্বংস করতে ১৭ বছর লেগেছে, তা তাৎক্ষণিক পরিবর্তন সম্ভব নয়। এর জন্য একটি স্থিতিশীল সরকার প্রয়োজন। সারা বিশ্ব এখন বাংলাদেশে একটি নির্বাচিত ও শক্তিশালী সরকার দেখতে চায়।’
বিগত শাসনামলে বিএনপির নেতা-কর্মীদের ওপর হওয়া নিপীড়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অসংখ্য নেতা-কর্মী পঙ্গু হয়েছেন, ব্যবসা হারিয়েছেন। তবুও তারেক রহমানের পরিষ্কার নির্দেশ–কোনো প্রতিশোধ বা দখল নয়, যা হবে আইন অনুযায়ী বিচার হবে।’
নির্বাচনকে বাংলাদেশের জন্য ‘টার্নিং পয়েন্ট’ আখ্যা দিয়ে তিনি বারিধারা সোসাইটির নেতাদের ভোটারদের কেন্দ্রে নেয়ার উদ্যোগ নিতে অনুরোধ করেন। তিনি বলেন, ‘বিএনপি কোনো উগ্র দল নয়; এটি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, পাহাড়ি–সবার দল। এই নির্বাচনে শুধু জয় নয়, কত বড় ব্যবধানে জয় হবে সেটাই বড় বিষয়। আপনাদের একটি কথা ৫০০ মানুষের সিদ্ধান্ত বদলে দিতে পারে।’
মতবিনিময় সভায় বারিধারা হাউস সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নিজ নিজ অবস্থান তুলে ধরেন।
কেএন/টিকে