বলিউডের তারকা দম্পতি শাহিদ কাপুর ও মীরা রাজপুতকে ঘিরে দর্শকের কৌতূহল যেন কখনো ফুরোয় না। বিয়ের এগারো বছর পরেও তাঁদের দাম্পত্য, জীবনযাপন ও ব্যক্তিগত যাত্রাপথ নিয়ে চর্চা চলতেই থাকে। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মীরা রাজপুত এমন কিছু অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন, যা তাঁর তথাকথিত রূপকথার জীবনের আড়ালের বাস্তবতাকেই সামনে এনে দিয়েছে।
মীরা জানিয়েছেন, বিয়ের পর প্রথম দিকের দিনগুলো তাঁর জন্য মোটেও সহজ ছিল না। বাইরে থেকে অনেকের চোখে মনে হতো, শাহিদের স্ত্রী হিসেবে তাঁর জীবন যেন স্বপ্নের মতো সাজানো। কিন্তু বাস্তবে সেই সময়টা ছিল ভীষণ কঠিন। নতুন পরিবেশ, নতুন মানুষ, নতুন দায়িত্ব সবকিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার লড়াইয়ে তিনি বারবার একাকিত্বে ভুগেছেন।
মীরা বলেন, সেই সময় অনেকেই ভেবেছিলেন তিনি কারও সঙ্গে মেশেন না বা দূরত্ব বজায় রাখেন। অথচ তাঁর ভেতরের সংগ্রামটা কেউই বুঝতে পারেননি। সম্পূর্ণ অপরিচিত এক জগতে নিজেকে খাপ খাইয়ে নেওয়া যে কতটা কঠিন ছিল, তা ভাষায় প্রকাশ করাও সহজ নয় বলে জানিয়েছেন তিনি।
এদিকে তখন তাঁর সমবয়সী বন্ধুরা কেউ উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দিচ্ছিলেন, কেউ চাকরির খোঁজে ছুটছিলেন, কেউ আবার ভ্রমণে ব্যস্ত ছিলেন। আর ঠিক সেই সময় মীরা সংসারজীবনের নতুন অধ্যায় শুরু করছিলেন। এই বৈপরীত্যই তাঁকে আরও নিঃসঙ্গ করে তুলেছিল।
তবে সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে। মীরা জানিয়েছেন, ধীরে ধীরে তিনি ও শাহিদ দু’জনেই পরিণত হয়েছেন, সম্পর্কের বোঝাপড়া আরও গভীর হয়েছে। এখন তাঁর বন্ধুরাও বুঝতে পারেন, সেই সময়টা তাঁর জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল। বর্তমানে মীরা নিজস্ব ব্যবসা শুরু করেছেন, ব্যক্তিগত পরিচয় গড়ে তুলেছেন এবং পুরনো বন্ধুত্বগুলোও অটুট রেখেছেন।
এই খোলামেলা স্বীকারোক্তির মধ্য দিয়ে মীরা রাজপুত যেন ফের একবার প্রমাণ করলেন, তারকাখচিত জীবনের ঝলমলে আবরণের আড়ালেও থাকে অদৃশ্য সংগ্রাম, যা সময়ের সঙ্গে শক্তিতে রূপ নেয়।
পিআর/টিএ