উসমান দেম্বেলের জোড়া গোলে লিলকে ৩-০ ব্যবধানে হারিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লুইস এনরিকের দল।
ম্যাচের ১৩ মিনিটেই পিএসজিকে লিড এনে দেন দেম্বেলে। মাঝমাঠ থেকে আক্রমণে উঠে ২০ গজ দূর থেকে নেওয়া নিচু শটে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড।
বিরতির পরও আক্রমণাত্মক খেলাই চালিয়ে যায় পিএসজি। ৬৪ মিনিটে বক্সের ভেতর থেকে চোখধাঁধানো এক চিপ শটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন দেম্বেলে।
দুই গোলে এগিয়ে থাকা পিএসজি শেষ পর্যন্ত জয়ের ব্যবধান আরো বাড়ায় ইনজুরি টাইমে। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে লিলের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে তৃতীয় গোলটি করেন বদলি নামা ব্র্যাডলি বারকোলা।
তাতে ৩–০ ব্যবধানে নিশ্চিত হয় পিএসজির জয়।
ম্যাচে ৬১ শতাংশ সময় বল দখলে রেখে ১৩টি শট নেয় পিএসজি। চলতি মৌসুমে লিগে ২৮ বছর বয়সী দেম্বেলের গোল হলো পাঁচটি। সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচে তার গোলসংখ্যা আট।
এই জয়ে ১৮ ম্যাচে ১৩ জয়, ৩ ড্র ও ২ হারে পিএসজির পয়েন্ট দাঁড়াল ৪২। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লেন্স। আজ রাতে অক্সেরির বিপক্ষে ম্যাচে জয় পেলে আবার শীর্ষে উঠবে তারা।
তবে দেম্বেলের দুর্দান্ত পারফরম্যান্সের পরও পুরোপুরি সন্তুষ্ট নন পিএসজি কোচ লুইস এনরিক। ম্যাচ শেষে তিনি বলেন, ‘সবাই বলবে উসমানই সেরা খেলোয়াড়। কিন্তু আমার কাছে এখনো তা নয়। আক্রমণের পাশাপাশি রক্ষণাত্মক দিকেও তার আরো অবদান দরকার।’
ট্রেবলজয়ী এই কোচ যোগ করেন, ‘আমাদের এমন একজন খেলোয়াড় দরকার, যার মধ্যে ডিফেন্স করার মানসিকতাও থাকবে। সে এটা গত বছর দেখিয়েছিল, এ বছরও ধরে রাখতে হবে।’
পিএসজির পরের ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে। আগামী বুধবার পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির বিপক্ষে মাঠে নামবে ফরাসি জায়ান্টরা।
এমআর/টিএ