ইন্ডাস্ট্রির অন্দরে নতুন ফিসফাস উঠেছে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজ়িতে আবার দেখা যেতে পারে শাহরুখ খানকে। ‘ডন ৩’-এর ঘোষণা দিয়ে ইতিমধ্যেই দর্শক ও সংবাদমাধ্যমের মধ্যে কৌতূহল বাড়িয়েছে প্রযোজনা সংস্থা। জানা গেছে, রণবীর সিংহ ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন। এর পরই শোনা যাচ্ছে, বাদশা নিজেই রাজি হয়েছেন আবার পরিচিত ‘ডন’ চরিত্রে ফিরে আসতে। তবে শর্ত মেনে নিতে হবে তার।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, শাহরুখ চান এই ছবির পরিচালক হবেন দক্ষিণী সিনেমার পরিচিত মুখ অ্যাটলী। নায়ক মনে করেন, একজন দক্ষ দক্ষিণী পরিচালক এই ফ্র্যাঞ্চাইজ়ির গল্প ও экশনকে নতুন মাত্রা দিতে পারবেন। এর আগে ‘ডন’ ও ‘ডন ২’-এর পরিচালক ছিলেন ফারহান আখতার। তবে ফারহান এখনও ‘ডন ৩’-এর বিষয়ে কোনও মন্তব্য করেননি।
প্রথমে শোনা গিয়েছিল, নায়িকা কিয়ারার আডবাণী এই ছবিতে অভিনয় করবেন। কিন্তু এখন বলা হচ্ছে, তিনি সরে এসেছেন এবং তাঁর পরিবর্তে কৃতি সেনন নায়িকা চরিত্রে অভিনয় করতে পারেন। অন্যদিকে রণবীর সিংহ ছবি থেকে সরে যাওয়ার পেছনে রয়েছে ব্যক্তিগত সিদ্ধান্ত তিনি একের পর এক গ্যাংস্টার ঘরানার ছবিতে অভিনয় করতে চান না। বিশেষত সম্প্রতি ‘ধুরন্ধর’-এর সফলতা পরবর্তী সময়ে তিনি ‘ডন’ ফ্র্যাঞ্চাইজ়ির সঙ্গে যুক্ত হতে আগ্রহী নন।
এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ মহলে এই খবর ইতিমধ্যেই উত্তেজনা সৃষ্টি করেছে। দর্শকরা মুখিয়ে রয়েছেন শাহরুখকে আবার ‘ডন’-এর আসনে দেখতে।
পিআর/টিএ