বলিউডে সম্প্রতি ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে বিতর্ক নতুন রূপ নিয়েছে। অস্কারজয়ী সঙ্গীতজ্ঞ এআর রহমানের সাম্প্রতিক মন্তব্যে উঠে এসেছে হিন্দি সিনেমা জগতে মুসলিম শিল্পীদের কাজের সুযোগের বিষয়ে প্রশ্ন। রহমান বলেছেন, “গত আট বছরে ক্ষমতার পালাবদলের কারণে বলিউডে অনেক কাজ হাতছাড়া হয়েছে। নেপথ্যে সাম্প্রদায়িক বিভাজনের ছোঁয়াও থাকতে পারে।” তিনি উল্লেখ করেছেন, বিষয়টি সরাসরি বলা হয়নি, তবে কানাঘুষোতে তা তার কাছে এসেছে।
এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন জনপ্রিয় গায়ক শান। তিনি জানান, গানের জগতে কাজ সম্পূর্ণভাবে মেরিট এবং সৃজনশীলতার ওপর নির্ভর করে। শান বলেন, “ভালো কাজ করুন, ভালো গান তৈরি করুন। এরপর সাফল্য আসবেই। এখানে সাম্প্রদায়িক কোনো তত্ত্ব নেই। তিন দশক ধরে আমাদের তিনজন সুপারস্টার যারা সংখ্যালঘু সম্প্রদায়ের এদেশে এত উন্নতি করেছেন, তার চেয়ে বড় উদাহরণ আর কী হতে পারে?”
শান আরও বলেন, “প্রযোজক এবং সুরকারদের প্রয়োজনের ভিত্তিতে শিল্পী নির্বাচন হয়। কারও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থাকতে পারে, তবে সেটাকে অযথা বিভাজনের রঙ দেওয়া উচিত নয়।” শানের এই বক্তব্যে ইতিমধ্যেই নেটমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে।
পিআর/টিএ