দক্ষিণ ভারতের চলচ্চিত্রপ্রেমীদের জন্য এই সপ্তাহটা ছিল একেবারে উত্তেজনার বন্যা। চারজন সুপারস্টারের নতুন নতুন টিজার প্রকাশিত হয়েছে, যা অনুরাগীদের মনকে একেবারে দোলা দিয়েছে। প্রথমে আলোচনায় এসেছে ‘থালাইভার১৭৩’-এর টিজার, যেখানে রজনীকান্তকে এক নতুন, জমকালো অবতারে দেখা গেছে। তার পরিস্ফুট ব্যক্তিত্ব, স্টাইলিশ স্ব্যাগার এবং পর্দার অভিজাত উপস্থিতি দর্শকদের হৃদয় দোলাতে বাধ্য করেছে। এরপর প্রকাশিত হয়েছে ‘দ্যা নেম অব কারা’-এর টিজার, যেখানে ধনুশের রহস্যময় এবং আবেগময় চরিত্র দর্শকদের এক নতুন দিক দেখিয়েছে। ‘এএ২৩’-এর টিজার আল্লু অর্জুন ও লোকেশ কানাগরাজের জুটি নিয়ে এসেছে এক ঝড়ের মতো উত্তেজনা; খাঁটি রগড়পূর্ণ ভিজ্যুয়াল এবং বানি’র শক্তিশালী উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে।
আর শেষ টিজার ‘সুরিয়া৪৭’ এখনও প্রকাশিত হয়নি, তবে এর প্রতি অনুরাগীদের আগ্রহ আকাশছোঁয়া; শক্তিশালী কনসেপ্ট এবং ভরপুর এক মস্যি থিমের গুঞ্জন সবখানে ছড়িয়ে পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই চারটি টিজারের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি রোমাঞ্চিত করেছে। সত্যিই, দক্ষিণী সিনেমার এই মহাযুদ্ধে দর্শকরা অপেক্ষা করছেন এক ঝলক দেখার জন্য।
এবি/টিএ