প্রথম দিন থেকেই দর্শকদের মন কেড়ে নিয়েছিল রাজরাজেশ্বরী রানী ভবানী। রাজনন্দিনীর অভিনয়ে মুগ্ধ দর্শকরা এতটাই ভালোবাসা দিয়েছিলেন যে ধারাবাহিকটি প্রথম সপ্তাহ থেকেই টিআরপি তালিকার শীর্ষের দিকে জায়গা করে নিয়েছিল। তবে এবার দর্শকদের জন্য এল বড় দুঃসংবাদ। সম্পন্ন হল রাজরাজেশ্বরী রানী ভবানীর শেষ দিনের শ্যুটিং।
শেষ দিনের শ্যুটিংয়ে রানী ভবানীর সাম্রাজ্যের এক অজানা দিক তুলে ধরা হবে। ইতিহাসের সেই না বলা অধ্যায় দেখিয়েই পর্দা নামবে এই ধারাবাহিকের। যদিও শ্যুটিং শেষ হলেও এখনই শেষ হচ্ছে না সম্প্রচার- আরও কিছুদিন দর্শকরা এই ধারাবাহিক দেখতে পারবেন।
বর্তমান গল্পে দেখানো হচ্ছে দেবীপ্রসাদের অত্যাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে দেখা যাচ্ছে ভবানীকে। অন্যদিকে সিরাজদৌল্লার সঙ্গেও তৈরি হয়েছে তীব্র সংঘাত। পলাশীর যুদ্ধে সিরাজের পরাজয়ের পর রাজ্য পুনরুদ্ধার করেন রানী ভবানী-এই ঘটনাপ্রবাহেই এগোচ্ছে গল্প।
তবে সবকিছু ভালো চললেও ধারাবাহিকের ভবিষ্যৎ নির্ভর করে টিআরপি-র উপর। গত কয়েক সপ্তাহ ধরে প্রথম দশে জায়গা করতে না পারায় অবশেষে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধারাবাহিকটি। মাত্র ছয় মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে এই জনপ্রিয় ঐতিহাসিক কাহিনি।
এই প্রসঙ্গে ধারাবাহিকের অন্যতম অভিনেত্রী মানসী সেনগুপ্ত জানান, মাত্র দু’দিনের নোটিসেই তাঁরা শো বন্ধ হওয়ার খবর পেয়েছেন। আগে থেকে কোনও আভাসই দেওয়া হয়নি কলাকুশলীদের।
প্রসঙ্গত, স্টার জলসায় ইতিমধ্যেই নতুন ধারাবাহিক ‘শুধু তোমারই জন্য’-এর প্রমো প্রকাশ্যে এসেছে। ত্রিকোণ প্রেমের এই গল্পে অভিনয় করবেন দীপান্বিতা রক্ষিত, শুভ্রজিৎ সাহা ও মন্দিরা। মনে করা হচ্ছে, রাজরাজেশ্বরী রানী ভবানীর স্লটেই শুরু হতে চলেছে এই নতুন ধারাবাহিক।
কেএন/টিকে