পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা ও গলাচিপা উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে গলাচিপা পৌর বিএনপির কমিটিও বাতিল করার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
শনিবার (১৭ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব কমিটি বিলুপ্তির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পটুয়াখালী জেলাধীন গলাচিপা পৌর বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে।’
আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পটুয়াখালী জেলাধীন দশমিনা উপজেলা এবং গলাচিপা উপজেলা বিএনপি’র বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে।