গাইবান্ধার সদরের তুলসীঘাট বাজারের খাজা মিয়ার ডিলার পয়েন্ট থেকে পাচারের অভিযোগে ২০ বস্তা সার জব্দ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাতে কামারজানি হাট হয়ে জেলার বাইরে নেওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে এক ভ্যানচালককে হাতেনাতে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরেই খাজা মিয়ার ডিলার পয়েন্ট থেকে নিয়মিতভাবে সার কামারজানি হাট হয়ে জেলার বাইরে পাচার করা হচ্ছিল। শনিবারও একই কায়দায় সার নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ভ্যানচালককে আটক করে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কৃষি বিভাগের কর্মকর্তারা। পরে অবৈধভাবে পরিবহন করা ২০ বস্তা সার জব্দ করা হয়। জব্দ সারগুলো সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।
এ বিষয়ে কৃষি বিভাগ জানায়, সার পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় কৃষকরা বলেন, অবৈধভাবে সার পাচারের কারণে এলাকায় কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। তারা দ্রুত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানী বলেন, জব্দ সার ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। পরবর্তীতে কৃষি বিভাগের কর্মকর্তারা ব্যবস্থা গ্রহণ করবেন।
ইউটি/টিএ