বয়স যেন রজনীকান্তের কাছে কেবল একটি সংখ্যা। একের পর এক ছবি শেষ করেও থামার কোনো লক্ষণ নেই দক্ষিণী সুপারস্টারের। জেলর টু-এর কাজ শেষ করেই তিনি ঝাঁপিয়ে পড়ছেন নতুন প্রকল্পে। ছবির নাম থালাইভার এক সাত তিন। এটি একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক বিনোদনধর্মী ছবি, যা পরিচালনা করবেন ডন ছবিখ্যাত সিবি চক্রবর্তী।
চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্রের খবর, দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাস থেকে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা। নির্মাতারা দর্শকদের জন্য পুরনো দিনের রজনীকান্তকে ফিরিয়ে আনার পরিকল্পনাই করছেন। থাকবে হাস্যরস, তুখোড় সংলাপ আর চেনা থালাইভার স্ফুলিঙ্গ, তবে উপস্থাপনায় থাকবে নতুন গল্প বলার ভঙ্গি।
এই ছবির আরেকটি বড় আকর্ষণ এর প্রযোজনা সংস্থা। থালাইভার এক সাত তিন প্রযোজনা করছে কামাল হাসানের ঐতিহ্যবাহী ব্যানার রাজ কামাল ফিল্মস ইন্টারন্যাশনাল। রজনীকান্ত ও কামাল হাসানের এই বিরল ব্যানার সমন্বয় তামিল চলচ্চিত্রের ইতিহাসে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
সব মিলিয়ে, সিবি চক্রবর্তীর নতুন ভাবনা, কামাল হাসানের প্রযোজনার ভিত এবং রজনীকান্তের অদম্য উপস্থিতি মিলিয়ে থালাইভার এক সাত তিন হয়ে উঠতে চলেছে দুই হাজার ছাব্বিশের অন্যতম প্রতীক্ষিত চলচ্চিত্র। ভক্তদের কাছে এটি কেবল একটি ছবি নয়, বরং বড় পর্দার এক উৎসবের অপেক্ষা।
ইউটি/টিএ