আলোচিত AA23 নিয়ে এতদিন রহস্যের পর্দা থাকলেও এবার ছবির কাহিনির আভাস ফাঁস হয়ে সিনেমাপাড়ায় নতুন আলোচনা ছড়িয়ে পড়েছে। আল্লু অর্জুনের ক্যারিয়ারের সবচেয়ে উচ্চাভিলাষী এই প্রকল্পে পরিচালক হিসেবে আছেন লোকেশ কানাগরাজ, যিনি বরাবরই বাস্তবতার ভেতর থেকে অপ্রত্যাশিত নাটকীয়তা নির্মাণে পারদর্শী। জানা যাচ্ছে, ছবির গল্প অনুপ্রাণিত হয়েছে তামিলের জনপ্রিয় উপন্যাস ইরুম্বু কাই মায়াভি থেকে, যেখানে এক সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার যাত্রা বর্ণিত হয়েছে।
ফাঁস হওয়া কাহিনি অনুযায়ী, আল্লু অর্জুন এখানে এমন এক ব্যক্তির চরিত্রে অভিনয় করবেন, যে এক মর্মান্তিক দুর্ঘটনায় নিজের একটি হাত হারায়। তবে সেখানেই তার গল্প শেষ হয় না, বরং সেখান থেকেই শুরু হয় নতুন অধ্যায়। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি শক্তিশালী ধাতব হাত ধারণ করে সে পরিণত হয় এক ভিজিলান্টি নায়কে, যে অন্যায়ের বিরুদ্ধে একাই লড়াই চালিয়ে যায়। এই রূপান্তর শুধু শারীরিক নয়, মানসিক ও নৈতিক দ্বন্দ্বের মধ্য দিয়েও এগিয়ে যায়, যা ছবির আবেগী গভীরতাকে আরও বাড়িয়ে তুলবে।
পরিচালক লোকেশ কানাগরাজের স্বাক্ষরধর্মী নির্মাণশৈল এখানে স্পষ্ট, যেখানে বিজ্ঞান, প্রযুক্তি, পৌরাণিক আবহ ও মানবিক আবেগ একসূত্রে গাঁথা হবে। বিশাল প্যান-ভারতীয় পরিসরে নির্মিত এই ছবিতে থাকবে সুচারু অ্যাকশন দৃশ্য, উন্নত ভিজ্যুয়াল ইফেক্টস এবং সুসংহত বিশ্ব নির্মাণ, যা দর্শককে বাস্তবতা ও কল্পনার সীমারেখায় দাঁড় করিয়ে দেবে।
আল্লু অর্জুনের জন্য এটি প্রথম পূর্ণাঙ্গ সুপারহিরো চরিত্র, আর সেই কারণেই প্রত্যাশার পারদ অনেক উঁচুতে। নির্মাতা চাইছেন, পশ্চিমা সুপারহিরো ধারার সঙ্গে পাল্লা দেওয়ার মতো এক নিজস্ব ভারতীয় নায়ক তৈরি করতে, যে আধুনিক হলেও শেকড়ের সঙ্গে গভীরভাবে যুক্ত থাকবে। যদি পরিকল্পনামাফিক বাস্তবায়ন হয়, তবে এএএ টোয়েন্টি থ্রি ভারতীয় সুপারহিরো ঘরানার সিনেমায় নতুন মানদণ্ড স্থাপন করতে পারে।
ইরুম্বু কাই মায়াভির রূপালি পর্দায় জীবন্ত হয়ে ওঠার অপেক্ষায় এখন দর্শক, আর সেই অপেক্ষায় যুক্ত হয়েছে আল্লু অর্জুনের অনন্য পর্দা উপস্থিতি ও লোকেশ কানাগরাজের তীক্ষ্ণ নির্মাণদৃষ্টি।
টিজে/টিএ