আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টসের সময় বাংলাদেশ ও ভারতের অধিনায়কের হাত না মেলানো নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছিল। তবে বিসিবি জানিয়েছে, এটি ছিল স্রেফ একটি 'অনিচ্ছাকৃত চ্যুতি'। ম্যাচ শেষে অবশ্য দুই দলের ক্রিকেটাররা স্বাভাবিকভাবেই করমর্দন করেছেন।
জিম্বাবুয়ের বুলাওয়েতে শনিবার মুখোমুখি হয় দুই দল। ম্যাচটিতে ডিএলএস মেথডে ১৮ রানে জয় পেয়েছে ভারত। এই ম্যাচের টসের সময় উপস্থিত হতে পারেননি বাংলাদেশের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম। বিসিবি জানায়, সাময়িক অসুস্থতার কারণে তার বদলে ভারত অধিনায়ক আয়ুষ মাত্রের সঙ্গে টস করেন সহ-অধিনায়ক জাওয়াদ আবরার।
টস জিতে বাংলাদেশ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। টস পরবর্তী সময়ে উপস্থাপকের সঙ্গে কথা বলার তাড়ায় হাত মেলাতে ভুলে যান দুই অধিনায়ক। এক বিবৃতিতে বিসিবি বলেছে, 'বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল এবং এটি কেবল মুহূর্তের একাগ্রতা চ্যুতির কারণেই ঘটেছে।'
ম্যাচে আগে ব্যাট করে বৃষ্টির বাগড়ার কারণে ৪৯ ওভারে ২৩৮ রান সংগ্রহ করে ভারত। জবাবে বাংলাদেশ ১৭.২ ওভারে ২ উইকেটে ৯০ রান করার পর পুনরায় বৃষ্টি নামে। খেলা আবার শুরু হলে ডিএলএস মেথডে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ১৬৫ রান। হাতে ৮ উইকেট থাকলেও শেষ পর্যন্ত ৭০ বলে ৭৫ রানের সমীকরণ মেলাতে পারেনি জুনিয়র টাইগাররা; ১৪৬ রানেই অলআউট হয়ে যায় তারা।
ম্যাচ শেষে ক্রিকেটীয় শিষ্টাচার মেনে দুই দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে করমর্দন করেন। গত এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের হাত না মেলানোর একটি ঘটনা ঘটেছিল, যার ফলে বাংলাদেশ-ভারত ম্যাচের টসের দৃশ্যটি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে ম্যাচ শেষে সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে সেই সংশয় দূর হয়েছে।
বিবৃতিতে বিসিবি আরও জানায়, 'খেলোয়াড়দের মনে করিয়ে দেওয়া হয়েছে যে, প্রতিপক্ষ দলের সঙ্গে সকল প্রকার আলাপ-আলোচনায় ক্রীড়াসুলভ মনোভাব, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার সর্বোচ্চ মান বজায় রাখা তাদের দায়িত্ব। মাঠ এবং মাঠের বাইরে ক্রিকেটের মূল্যবোধ বজায় রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।'
টিজে/টিএ