বুন্দেসলিগার ম্যাচে আরবি লাইপজিগের জালে রীতিমতো গোল উৎসব করেছে বায়ার্ন মিউনিখ। শনিবার (১৭ জানুয়ারি) রাতে প্রতিপক্ষের মাঠে ৫-১ গোলে জিতেছে বাভারিয়ানরা। এই জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে গেছে ভেসোঁ কোম্পানির দল।
এদিন ম্যাচে ৫৮ শতাংশের বেশি সময় বল দখলে রেখেছে বায়ার্ন, গোলের জন্য শট নিয়েছে ১৯টি। তার মধ্যে লক্ষ্যে ছিলো ১২টি শট। বিপরীতে লাইপজিগ শট নিয়েছে ১৭টি, যার মধ্যে লক্ষ্যে ছিলো ৪টি শট।
ম্যাচে ৫৮ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১৯টি শট নেয় বায়ার্ন, এর ১২টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, লাইপজিগ ১৭ শটের চারটি রাখতে পারে লক্ষ্যে।
১৮ ম্যাচে জার্মান চ্যাম্পিয়নদের পয়েন্ট ৫০। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বরুশিয়া ডর্টমুন্ড। ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে আছে লাইপজিগ।
ঘরের মাঠে ২০তম মিনিটে রোমুলোর গোলে এগিয়ে যায় লাইপজিগ। বিরতির পর ঘুরে দাঁড়ায় বায়ার্ন। ৫০তম মিনিটে লাইপজিগের দুর্বল ব্যাকপাস কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরান সের্গে জিনাব্রি।
১৭ মিনিট পর খুব কাছ থেকে গতিময় শটে দলকে এগিয়ে নেন হ্যারি কেইন। ৮২তম মিনিটে ইউনাথান টায়ের গোলে ব্যবধান বাড়ায় কোম্পানির দল। তিন মিনিট পর জালের দেখা পান আলেসান্দার পাভলোভিচ। দারুণ প্রতি আক্রমণে খুব কাছ থেকে ৮৮তম মিনিটে ব্যবধান আরও বাড়ান মাইকেল ওলিসে। শেষ পর্যন্ত বড় জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।
টিজে/টিএ