স্বস্তিকা মুখোপাধ্যায়ের ফের একচল্লিশে দাপট। ‘শিবপুর’ ছবিতে মাফিয়া কুইন অবতার দেখানো হয়েছিল তাঁকে, এবার সেই শক্তি আরও ভিন্ন আঙ্গিকে প্রকাশ হতে চলেছে। আগামী ২৩ জানুয়ারি জি৫ ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ ‘কালীপটকা’। রবিবার প্রকাশিত ট্রেলারে প্রথম ঝলকে ধরা পড়েছে চার নারীর গল্প, বঞ্চনার শিকার হলেও শক্তি আর প্রত্যাঘাতের আগুনে পোড়া চরিত্র।
ট্রেলারে দেখা যাচ্ছে, স্বস্তিকার সঙ্গে শ্রুতি দাস, হিমিকা বোস ও শ্রেয়া ভট্টাচার্য একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন। তাঁদের সংলাপ এবং শরীরী ভাষা দেখিয়ে দিচ্ছে, প্রান্তিক মানুষের জীবন কতটা জটিল, আর সেই জীবনেই ঘনীভূত প্রতিরোধ ও শক্তি লুকিয়ে আছে। ‘কেউ আমাদের ভাতে মারলে, আমরা তাদের হাতে মারি’ সংলাপই বোঝাচ্ছে নারীর ক্ষমতার প্রকাশ। খল চরিত্রে অনির্বাণ চক্রবর্তী, ‘একেনবাবু’, নতুন রূপে এক রাগী পুরুষের চরিত্রে হাজির।
ডার্ক শ্যামলা পোশাক, মুখে বিড়ি, জোড়া ভ্রু স্বস্তিকা যেন সত্যিই ‘অ্যাংরি উওম্যান’। ট্রেলারে অ্যাকশন দৃশ্যের সঙ্গে চার নারীর সাহসী লড়াই নজর কাড়ে। পরিচালক ও কাহিনীকার অভিরূপ ঘোষ জানান, ছবির মূল সুর হচ্ছে প্রান্তিক মানুষের শক্তি, প্রতিহিংসা এবং একে অপরের সঙ্গে শক্তি জুটানো। এতে ভিমল গিরি, সৌমেন বোস, কৃষ্ণেন্দু দেওয়ানজির মতো শিল্পীরাও বিশেষ ভূমিকায় রয়েছেন।
ট্রেলারের এই ঝলক দেখে বোঝা যাচ্ছে, ২৩ জানুয়ারি ‘কালীপটকা’ ওয়েব সিরিজে শুধু দর্শকরা অ্যাকশন ও উত্তেজনা পাবেন না, দেখবেন নারীর ক্ষমতার এক নতুন দিগন্ত।
পিআর/টিকে