এ আর রহমান সম্প্রতি আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। কয়েক দিন আগে তিনি জানিয়েছেন, গত আট বছরে বহু কাজ হাতছাড়া হয়েছে এবং সেই পেছনে ধর্মীয় বিভাজনের সম্ভাবনা থাকতে পারে। এই মন্তব্য সামাজিক ও বিনোদন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এবার সুরকার নিজেই মুখ খুললেন, বলেছেন, তাঁর উদ্দেশ্য কখনও যন্ত্রণার কারণ তৈরি করা নয়।
এক ভিডিয়োর মাধ্যমে রহমান জানালেন, “প্রিয় বন্ধুরা, আমি বরাবর সঙ্গীতের মাধ্যমে সংস্কৃতিকে সম্মান ও উদ্যাপন করেছি। ভারত আমার অনুপ্রেরণা, শিক্ষক এবং ঘর। অনেক সময় আমাদের উদ্দেশ্য ভুল বোঝা হয়। তবে আমার একাগ্রতা মানুষ বোঝে আমি কখনওই যন্ত্রণার কারণ হতে চাইনি।”
রহমান আরও জানিয়েছেন, ভারতীয় হয়ে তিনি গর্বিত এবং সৃষ্টির স্বাধীনতা ও ভিন্ন সংস্কৃতিকে উদ্যাপন করার সুযোগ পেয়েছেন। আসন্ন জাতীয় ও আন্তর্জাতিক কিছু কাজের কথাও উল্লিখিত হয়েছে, যার মধ্যে রয়েছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’। ভিডিয়োর শেষে জনপ্রিয় গান ‘মা তুঝে সালাম, বন্দে মাতরম’ সংযুক্ত করেছেন তিনি। এই বার্তা স্পষ্ট করে, তাঁর মূল লক্ষ্য সব সময় সঙ্গীতের মাধ্যমে মানুষের হৃদয়ে যোগসূত্র তৈরি করা।
পিআর/টিকে