জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ইসলামী আন্দোলনের জন্য রাখা ৪৭ আসন নিয়ে আগামীকালের (১৯ জানুয়ারি) মধ্যেই সিদ্ধান্ত নেবে ১০ দল। এ ছাড়া ১০ দল সমন্বিত নির্বাচনী ইশতেহারের কথাও ভাবছে বলে জানান তিনি।
রোববার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটাট দিকে মগবাজার জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২২ তারিখ ঢাকা থেকে ১০ দলের নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হবে। ফেব্রুয়ারির ১০ তারিখের মধ্যে শেষ হবে।
এ ছাড়া নির্বাচন কমিশনের সামনে একটি ছাত্র সংগঠন অবস্থান নিয়েছে উল্লেখ করে জুবায়ের বলেন, আমরা প্রত্যাশা করবো, সামনে দুটি নির্বাচন; গণভোট ও জাতীয় নির্বাচনের নিরপেক্ষ থাকবে নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও আইনশৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা নিশ্চিত করারও দাবি জানান তিনি।
এমআই/এসএন