বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনের নির্বাচনের জন্য কাজ করতে হবে।
আজ রোববার (১৮ জানুয়ারি) দুপুরে শহরের শহীদ মিনারে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় টুকু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। এ ছাড়াও তিনি এ দেশের মানুষের অধিকার আদায়ে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন। কখনো তিনি অন্যায়ের কাছে আপস করেননি। আজ সেই নেত্রী আমাদের মাঝে নেই। এতে বাংলাদেশ আজ অভিভাবক হারিয়েছে। বিশ্বের মানচিত্রে এত বড় জানাজা ইতোপূর্বে কারো হয়নি। একজন ভালো মানুষের জানাজায় এত মানুষের উপস্থিতি তা প্রমাণ করে দিয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ এ মুহূর্তে বিএনপির বিকল্প কোনো কিছু ভাবছে না। কারণ এই মুহূর্তে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। এদেশের মানুষ মনে করেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। তারেক রহমান ক্ষমতা এলে মানুষ তার গণতন্ত্রের অধিকার ফিরে পাবে। সেই সঙ্গে বাকস্বাধীনতাও রক্ষা পাবে।
টুকু আরও বলেন, আমি নির্বাচিত হলে এই টাঙ্গাইলকে মডেল টাঙ্গাইল হিসেবে গড়ে তুলবো। সেই সঙ্গে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক এবং কিশোর গ্যাং মুক্ত টাঙ্গাইল গড়ে তুলবো।
পিএ/এসএন