বিপিএলের প্লে-অফের চার দল নিশ্চিত হয়েছে। প্লে-অফে খেলবে রাজশাহী, চট্টগ্রাম, রংপুর ও সিলেট। এই চার দল থেকেই ফাইনালে যাবে যেকোনো দুইটি দল। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরের ২৩ জানুয়ারি। পূর্ব নির্ধারিত সময় থেকে এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে ফাইনাল ম্যাচ শুরু সময়।
প্লে-অফের প্রথম ম্যাচ কোয়ালিফায়ার ১-এ মুখোমুখি হবে চট্টগ্রাম ও রাজশাহী। এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে জায়গা করে নেবে, আর পরাজিত দল পাবে ফাইনালে ওঠার আরেকটি সুযোগ। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টায়।
অন্যদিকে এলিমিনেটর ম্যাচে লড়বে রংপুর ও সিলেট। এই ম্যাচে হার মানেই টুর্নামেন্ট থেকে বিদায়, তাই দুই দলের জন্যই ম্যাচটি ‘ডু অর ডাই’। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি দুপুর একটায়।
তারপর এলিমিনেটর ২ অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি সন্ধ্যা ৬টায়। কোয়ালিফায়ার-১ এর পরাজিত দল ও এলিমিনেটরের জয়ী দল খেলবে এই ম্যাচটি। এই ম্যাচের জয়ী দল যাবে ফাইনালে।
ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। তবে আগে ম্যাচটি শুরুর সময় নির্ধারণ করা হয়েছিল ৭টায়। ১৮ জানুয়ারি বিসিবি নিশ্চিত করেছে এই সময় পরিবর্তনের বিষয়টি।
গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলে সবার শীর্ষে আছে রাজশাহী ওয়ারিয়র্স। ১০ ম্যাচে দলটির পয়েন্ট ১৬। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চট্টগ্রাম রয়্যালস। রান রেটে পিছিয়ে তৃতীয় স্থানে থাকা রংপুর রাইডার্সের পয়েন্টও ১২ এবং চতুর্থ স্থানে থাকা সিলেট টাইটান্সের পয়েন্ট ১০।
টিজে/টিএ