খ্যাতির শিখরে পৌঁছেও মাটির মানুষের মতো জীবনযাপন করেন মনোজ বাজপেয়ী। বলিউডের ঝলমলে দুনিয়ায় তাঁর নাম উজ্জ্বল হলেও নিজেকে তিনি কখনোই দেখনদারির ভিড়ে মিশতে দেননি। সাধারণ মধ্যবিত্ত কৃষক পরিবারে বেড়ে ওঠা এই অভিনেতা এখনও খরচ করেন হিসেব করে, কিন্তু পরিবারের জন্য একটি বিষয়ে তিনি কোনো আপোস মানেন না।
সম্প্রতি এক আলাপচারিতায় নিজের এই স্বভাব নিয়ে খোলামেলা কথা বলেছেন মনোজ। তিনি জানান, জীবনে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছেন নিজের বাড়ি কিনতে, এরপর গাড়ির পেছনে। তবু এসবের বাইরে একটি শখে তিনি কখনো কৃপণতা করেন না, আর সেটি হলো পরিবারকে নিয়ে ভ্রমণ।
মনোজের কাছে বেড়ানো মানে শুধু ঘুরে আসা নয়, বরং সম্পূর্ণ আরাম ও স্বাচ্ছন্দ্যের অভিজ্ঞতা। তিনি স্পষ্ট করেই বলেছেন, পরিবারের সঙ্গে বাইরে গেলে তিনি কখনো সাধারণ আসনে ভ্রমণ করেন না, বরং উড়োজাহাজের বিশেষ আরামদায়ক শ্রেণিতে যাত্রা করেন। শুধু যাত্রাপথ নয়, থাকার জায়গা নিয়েও তাঁর আলাদা ভাবনা রয়েছে।
হোটেলের বদলে তিনি ব্যক্তিগত সাজানো বাড়ি ভাড়া করতে পছন্দ করেন, যাতে পরিবার নিজেদের মতো করে সময় কাটাতে পারে। তাঁর মতে, এতে একদিকে যেমন স্থানীয় সংস্কৃতির স্বাদ পাওয়া যায়, অন্যদিকে মেলে নিরিবিলি ব্যক্তিগত পরিসর। আর পাঁচজন পর্যটকের ভিড়ে না থেকে আলাদা করে থাকার এই সিদ্ধান্ত অনেকটাই ব্যয়বহুল হলেও মনোজের কাছে তা একেবারেই গৌণ।
তিনি স্বীকার করেন, এভাবে থাকতে গেলে প্রচুর অর্থ খরচ হয়, তবু এই একটি বিষয়ে তিনি দ্বিতীয়বার ভাবেন না। তাঁর কাছে পরিবারের আরাম ও মানসিক শান্তিই সবচেয়ে বড় অগ্রাধিকার। অভিনয়ের ব্যস্ততার মাঝেও তাই ছুটির দিনগুলো তিনি সাজিয়ে রাখেন শুধুই কাছের মানুষদের জন্য।
মনোজের এই মনোভাব আবারও মনে করিয়ে দেয়, সাফল্যের মাঝেও সম্পর্ক ও স্বাচ্ছন্দ্যের মূল্য কতটা গুরুত্বপূর্ণ। পর্দার শক্ত চরিত্রের আড়ালে থাকা এই মানুষটি বাস্তবে যে কতটা সংবেদনশীল, তা তাঁর কথাতেই স্পষ্ট।
পিআর/টিকে