আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিল এবার বিপিএলে এসেই ঝলক দেখিয়েছেন। নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসের হয়ে প্রথম ম্যাচেই সেঞ্চুরির বেশ কাছে ছিলেন তিনি। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তার ৯২ রানে দলও জেতে। লিগ পর্বের শেষ ম্যাচে গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে সেঞ্চুরির দেখা পান এই আফগান ওপেনার। মাত্র তিন ম্যাচ খেলে ২২৪ রান করে দলের শীর্ষ রান সংগ্রাহকও ১৯ বছর বয়সী ব্যাটার। তাকে আরও আগে না খেলানোর আক্ষেপ হয়তো নোয়াখালীর থেকে যাবে। তবে ইসাখিল আবারো বিপিএলে খেলতে চান।
৮ উইকেটে পরাজয়ের ম্যাচে ৭২ বলে ১০৭ রান করে অপরাজিত ছিলেন ইসাখিল। ম্যাচ শেষে নোয়াখালীর প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন এই আফগান ক্রিকেটার। সেখানে জানান সুযোগ পেলে সামনে বিপিএলে খেলার কথা, ‘কেউ যদি সামনে আমাকে দলে নেয় (বিপিএলে) আমি আবার আসব, যেকোনো দলের হয়েই।’
ইসাখিল আরও বলেন, ‘অবশ্যই (সেঞ্চুরির ফলে) অনেক অনুপ্রেরণা পাব। টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকানো অনেক কঠিন, তাও আবার শীর্ষ মানের বোলারদের বিরুদ্ধে। নোয়াখালীর সমর্থকদের ধন্যবাদ। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। আমি এখানে পরিশ্রম করে নিজেকে প্রমাণ করতে এসেছিলাম। চেষ্টা করছিলাম যেন আমি কিছু করে দেখাতে পারি। নেটে ২ ঘণ্টা ব্যাট করেছি আত্মবিশ্বাস পেতে।’
এই ম্যাচে ১১টিসহ ১৮ ছক্কা হাঁকানো ইসাখিল জানান, ‘আমি আসলে ১০-১১ ছক্কা নিয়ে ভাবি না। ১১ ছক্কা যে আজ মেরেছি তা-ও মনে ছিল না। ৩ ম্যাচে অনেক ছক্কাই মেরেছি।’
এসকে/টিকে