ছোটপর্দায় দীর্ঘদিনের পরিচিত মুখ অভিষেক বসু, কিন্তু এবার তিনি পা রাখতে চলেছেন ওয়েব সিরিজের আলোঝলমলে জগতে। জনপ্রিয় ধারাবাহিক ফুলকির পথচলা শেষ হতেই নতুন অধ্যায়ের ইঙ্গিত দিলেন অভিনেতা, আর তাতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছে তাঁর অনুরাগী মহল। টেলিভিশনের গণ্ডি পেরিয়ে ডিজিটাল পর্দায় তাঁর এই যাত্রা ঘিরে তৈরি হয়েছে প্রবল আগ্রহ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাগ করে নেন অভিষেক। সেখানে দেখা যায়, তাঁর হাতে রয়েছে একেন বাবু পুরুলিয়া পাকড়াও নামের ওয়েব সিরিজের চিত্রনাট্য। ছবির সঙ্গে তিনি মাত্র একটি শব্দ লিখেছেন, যার অর্থ স্পষ্ট বার্তা দেয় নতুন কাজের প্রস্তুতি চলছে। এই পোস্ট সামনে আসতেই জোর চর্চা শুরু হয়, তিনি যে এই সিরিজের সঙ্গে যুক্ত হতে চলেছেন, তা প্রায় নিশ্চিত বলেই ধরে নিচ্ছেন দর্শকরা।
কিছুদিন আগেই জনপ্রিয় প্ল্যাটফর্মের তরফ থেকে একগুচ্ছ নতুন সিরিজের ঘোষণা করা হয়েছিল, যার মধ্যে অন্যতম ছিল এই একেন বাবু সিরিজ। অনির্বাণ চক্রবর্তীর বিখ্যাত গোয়েন্দা চরিত্রকে আবার পর্দায় দেখার জন্য দর্শকরা অধীর অপেক্ষায় রয়েছেন। তবে নাম ঘোষণা ছাড়া নির্মাতারা এখনও পর্যন্ত অন্য কোনো অভিনয়শিল্পীর নাম প্রকাশ্যে আনেননি, ফলে কাস্টিং ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা।
এই পরিস্থিতিতে অভিষেকের পোস্ট নতুন করে প্রশ্ন তুলেছে, তিনি কি এই সিরিজে খলনায়কের ভূমিকায় দেখা দেবেন। অনেকেই মনে করছেন, ছোটপর্দায় তাঁর অভিনয়ের বহর বিবেচনায় নিলে এমন চরিত্রে তাঁকে মানিয়ে যেতে পারে। তবে এই বিষয়ে এখনও মুখ খোলেননি অভিনেতা, তাই আসল সত্য জানতে দর্শকদের অপেক্ষা করতেই হবে।
জানা যাচ্ছে, সিরিজে অনির্বাণ চক্রবর্তীর পাশাপাশি থাকছেন সোমক ঘোষ ও সুহত্র মুখোপাধ্যায়। পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায় এবং চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। পাশাপাশি শোনা যাচ্ছে, গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে শঙ্কর চক্রবর্তী, সুমন্ত মুখোপাধ্যায় ও শাওলি চট্টোপাধ্যায়কে।
ব্যক্তিগত জীবনে অভিষেকও এখন নতুন অধ্যায়ে। গত বছরের এপ্রিলে অভিনেত্রী শার্লি মোদকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি, যেখানে উপস্থিত ছিলেন টেলিপাড়ার বহু পরিচিত মুখ। কাজ আর সংসার, দুই দিকেই এখন ব্যস্ত অভিষেক, আর এই নতুন ওয়েব সিরিজ যেন তাঁর ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ মোড়।
পিআর/টিকে