চলমান বিপিএলে একেবারেই ব্যর্থ ছিলেন সাইফ হাসান। গতকাল নিজেদের শেষ ম্যাচে করেছেন ৭৩ রান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের পারফরম্যান্স, মানসিক চাপ আর ঘুরে দাঁড়ানোর কথা বলেন ঢাকা ক্যাপিটালসের ব্যাটার।
শুরুতেই নিজের ব্যর্থতার কথা স্বীকার করে সাইফ বলেন, ‘প্রথম কয়েক ম্যাচ তো রান পাইনি। ওটাতে আমার কিছু করার ছিল না। আমি চেষ্টা করেছি আমার প্রক্রিয়ায় থাকার, হচ্ছিল না। কিন্তু একটু বেশি চেষ্টা করে ফেলছিলাম অনুশীলনে, একটু বেশি কাজ করছিলাম।’
অতিরিক্ত চেষ্টা যে অনেক সময় উল্টো চাপ তৈরি করে, সেটাও বুঝতে পেরেছেন সাইফ, ‘একটা বিরতির পর ঢাকা এসেছি। শেষ দুই ম্যাচ মানসিকভাবে খুব ভালো একটা জায়গায় ছিলাম। আলহামদুলিল্লাহ ক্লিক করছে।’
শেষ ম্যাচে চাপমুক্ত মানসিকতা পারফরম্যান্সে ভূমিকা রেখেছে বললেন তিনি, ‘হ্যাঁ, এরকম হতে পারে যে শেষ ম্যাচে মানসিকভাবে চাপ ছিল না। শেষ দুই ম্যাচে এই জিনিসটা ছিল। ফ্রি খেলার চেষ্টা করছি, প্রত্যাশা ছিল না। প্রত্যাশাই চাপ নিয়ে আসে। তো কেবল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি।’
দলের প্রতি নিজের দায়িত্বের কথাও ভুলে যাননি সাইফ, ‘দল তো আশা করেছিল যে আমি দলের জন্য ভালো কিছু করব। যেহেতু সরাসরি চুক্তিতে খেলছিলাম অবশ্যই অনেক প্রত্যাশা ছিল। যেহেতু প্রত্যাশা পূরণ করতে পারিনি ওটার জন্য অবশ্যই আমি দুঃখিত।’
এসকে/টিকে