রাবাতের বিশৃঙ্খল পরিস্থিতিকে কীভাবে দেখছেন মরক্কো কোচ?

গতকাল (রোববার) অনুষ্ঠিত আফ্রিকা কাপ অফ নেশনস ফাইনালে হয়ে গেল একপ্রস্থ নাটক। নির্ধারিত সময়ের ইনজুরি টাইমের শেষ মুহূর্তে রেফারি মরক্কোকে পেনাল্টি দেয়। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সেনেগাল মাঠ ছাড়ে। প্রায় আধঘণ্টা পর মাঠে নামে তারা। মরক্কো তাদের ঘরের মাঠে ওই পেনাল্টি মিস করে ট্রফি হাতছাড়া করে। অতিরিক্ত সময়ে গোল করে তিন বছরে দ্বিতীয়বার আফকনের চ্যাম্পিয়ন হয় সেনেগাল। তবে তাদের জয় ছাপিয়ে আলোচনায় যোগ করা সময়ের বিশৃঙ্খল পরিস্থিতি, যাকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই।

রাবাতে স্বাগতিক মরক্কোর ১-০ ব্যবধানের নাটকীয় হারের পর রেগরাগুই বলেন, ‘আমরা আফ্রিকান ফুটবলের যে চিত্রটি তুলে ধরেছি তা অত্যন্ত লজ্জাজনক। সারা বিশ্ব তাকিয়ে আছে, এমন অবস্থায় ১০ মিনিটের বেশি খেলা বন্ধ রাখাটা মোটেও শোভনীয় নয়।’

শেষ অর্ধের ইনজুরি টাইমের একদম শেষ মুহূর্তে গোলশূন্য থাকা অবস্থায় পেনাল্টি পায় মরক্কো। শিরোপা জেতার এটিই ছিল তাদের সুবর্ণ সুযোগ। কঙ্গোর রেফারি জঁ-জ্যাক এনদালা ভিএআর চেক করে সেনেগালের ডিফেন্ডার এল হাজি মালিক দিউফের একটি ফাউলের বিপরীতে ব্রাহিম দিয়াজকে পেনাল্টি দেন।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সেনেগালের বেশ কয়েকজন খেলোয়াড় মাঠ ছেড়ে চলে যান। গ্যালারিতে থাকা উত্তেজিত সমর্থকরা মাঠে বস্তু ছুড়তে থাকেন এবং নিরাপত্তারক্ষীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ২০ মিনিট খেলা বন্ধ থাকার পর দিয়াজ পেনাল্টি শট নেওয়ার সুযোগ পান। কিন্তু তার দুর্বল ‘পানেনকা’ শটটি সহজেই রুখে দেন সেনেগালের গোলরক্ষক।



এরপর ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায় এবং পাপে গুয়েইর এক দুর্দান্ত শটে সেনেগাল ১-০ ব্যবধানে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো আফ্রিকান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

রিয়াল মাদ্রিদ উইঙ্গার দিয়াজ সম্পর্কে রেগরাগুই বলেন, ‘পেনাল্টি নেওয়ার আগে সে অনেক সময় পেয়েছিল, যা তাকে মানসিকভাবে বিভ্রান্ত করে থাকতে পারে। কিন্তু যা হয়ে গেছে তা তো আর বদলানো যাবে না। সে ওভাবেই শটটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এখন আমাদের সামনের দিকে তাকাতে হবে।’

মরক্কোর সমর্থকরা ৫০ বছর পর দ্বিতীয়বারের মতো মহাদেশীয় এই শিরোপা জয়ের অপেক্ষায় ছিলেন। ২০২২ বিশ্বকাপ সেমিফাইনালিস্টদের জন্য এটি ২০২৪ সালের আফকন-এর পর প্রথম পরাজয়। হারের পরও মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ তাদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন।

এখন মরক্কোকে আগামী জুনে উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে হবে। সেখানে গ্রুপ পর্বে তারা ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতির মুখোমুখি হবে।

২০০৪ সালে মরক্কোর শেষ ফাইনালে খেলোয়াড় হিসেবে খেলা রেগরাগুই বলেন, ‘ফুটবল মাঝে মাঝে খুব নিষ্ঠুর হয়। ফাইনালে সুযোগ খুব কম পাওয়া যায় এবং তা কাজে লাগাতে হয়। শেষ মুহূর্তের ওই পেনাল্টিটি আমাদের শিরোপা জেতাতে পারতো, কিন্তু তা হলো না। আমরা জীবনের একটা বড় সুযোগ হারালাম।’

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

শবনম বুবলি ও আদরের সঙ্গে স্ক্রিন শেয়ার করলেন হানিফ পালোয়ান Jan 19, 2026
আয়োজকদের চোখে এবারের ফিল্ম ফেস্টিভ্যাল Jan 19, 2026
img
প্রেমিকের বাহুতে কৃতী, ফের বিয়ের গুঞ্জন তুঙ্গে! Jan 19, 2026
img
কামিন্সকে নিয়ে বিশ্বকাপের আগে বড় দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া Jan 19, 2026
img
বাড্ডায় ব্যাটারিচালিত রিকশা চালকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তি Jan 19, 2026
img
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন কানাডার হাইকমিশনার Jan 19, 2026
img
শোকজের জবাবে বিসিবিকে নাজমুল বললেন, ‘জনপ্রিয় হয়ে গেছি’ Jan 19, 2026
img
আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান উপদেষ্টা ফারুক-ই-আজমের Jan 19, 2026
img
আর্থিক খাতের ব্যাংক বহির্ভূত প্রতিষ্ঠানে খেলাপি ঋণ ছাড়ালো ২৯ হাজার কোটি টাকা Jan 19, 2026
img
গণভোট ও নির্বাচন সফল করতে মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর: উপদেষ্টা ফাওজুল কবির Jan 19, 2026
img
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা Jan 19, 2026
img
শেখ হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন হুম্মাম কাদের চৌধুরী Jan 19, 2026
img
দেশকে সমৃদ্ধির অর্থনীতিতে পরিণত করেছিলেন জিয়াউর রহমান : মির্জা ফখরুল Jan 19, 2026
img
চট্টগ্রামে বিশেষ অভিযানে প্রায় কোটি টাকার মাদকসহ আটক ২ Jan 19, 2026
img
তোপের মুখে গম্ভীর, হারাতে পারেন চাকরী Jan 19, 2026
img
ঝিনাইদহের নবগঙ্গা নদীতে শুরু পরিচ্ছন্নতা অভিযান Jan 19, 2026
img
‘ঢাকাকে আর অবহেলায় মরতে দেওয়া যায় না’ Jan 19, 2026
img
অবসরের পরিকল্পনা প্রকাশ করলেন সাদিও মানে, আপত্তি কোচের Jan 19, 2026
img
ইসির ওপর আস্থা আছে, আশা করি তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে: মির্জা ফখরুল Jan 19, 2026
img
আগামী প্রজন্মের স্বার্থে ধানের শীষে ভোট দিন : সেলিমুজ্জামান Jan 19, 2026