৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিল ১০ হাজার শিক্ষার্থী

দীর্ঘ ১ যুগ পর সম্প্রতি সারা দেশে অনুষ্ঠিত হয়েছে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫। এতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা থেকে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেও একটি উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল। বোর্ডের প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৮৭ হাজার ৯৪৯ জন। এর মধ্যে সব বিষয়ে পরীক্ষায় অংশ নেয়নি এমন শিক্ষার্থীর সংখ্যা ১০ হাজারের বেশি।

সোমবার (১৯ জানুয়ারি) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার দেশের একটি গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এবার ঢাকা বোর্ড থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৮০ হাজার ২১৮ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ৯১ দশমিক ২ শতাংশ। অর্থাৎ, নিবন্ধিত পরীক্ষার্থীদের মধ্যে ৭ হাজার ৭৩১ জন বা ৮ দশমিক ৮ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

এ ছাড়া বোর্ডের পরিসংখ্যান বিশ্লেষণ করে আরও দেখা যায়, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যেও সব বিষয়ে অংশগ্রহণকারীর সংখ্যা কম। তথ্য অনুযায়ী, সব বিষয়ে পরীক্ষায় অংশ নিয়েছে ৭৭ হাজার ৯১৯ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ৮৮ দশমিক ৬ শতাংশ। ফলে পরীক্ষায় অংশ নিলেও সব বিষয়ে পরীক্ষা দেয়নি এমন শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় ১০ হাজার ৩০ জন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ১১ দশমিক ৪ শতাংশ।

বিষয়টি নিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ঢাকা বোর্ডের অংশগ্রহণসংক্রান্ত এই তথ্য আপাতত নিশ্চিত হওয়া গেছে। তবে সারা দেশের সব বোর্ডের পূর্ণাঙ্গ তথ্য এখনো হাতে পাওয়া যায়নি।

শিক্ষা বোর্ড সূত্র বলছে, ঢাকার পর রাজশাহী শিক্ষা বোর্ডে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এ বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ৪৩ হাজার ৬৬০ জন। যা মোট পরীক্ষার্থীর প্রায় ১২ দশমিক ৬০ শতাংশ।

আর কুমিল্লা ও দিনাজপুর শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সমান। কুমিল্লা বোর্ডে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে ৪০ হাজার ২১৯ জন (প্রায় ১১ দশমিক ৬০ শতাংশ) এবং দিনাজপুর বোর্ডে ৪০ হাজার ২৩১ জন শিক্ষার্থী (প্রায় ১১ দশমিক ৬১ শতাংশ)। এই দুই বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর প্রায় ২৩ শতাংশের বেশি।

এরপর যশোর শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ৩৮ হাজার ৬৬ জন। যা মোট পরীক্ষার্থীর প্রায় ১১ দশমিক ১৬ শতাংশ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিচ্ছে ২৯ হাজার ৫ জন শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর প্রায় ৮ দশমিক ৩৭ শতাংশ।

বোর্ড সূত্রে আরও জানা গেছে, নতুন ও অপেক্ষাকৃত ছোট বোর্ডগুলোর মধ্যে ময়মনসিংহ ও সিলেট শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা কাছাকাছি। ময়মনসিংহ বোর্ডে পরীক্ষার সুযোগ পেয়েছে ২৩ হাজার ২০০ জন শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর প্রায় ৬ দশমিক ৬৯ শতাংশ। অপরদিকে সিলেট বোর্ডে পরীক্ষার্থী ছিল ২৩ হাজার ২২ জন। যা প্রায় ৬ দশমিক ৬৪ শতাংশ। এই দুই বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর প্রায় ১৩ শতাংশের বেশি।

সবচেয়ে কম পরীক্ষার্থী ছিল বরিশাল শিক্ষা বোর্ডে। এ বোর্ডের অধীনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল ২০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর প্রায় ৫ দশমিক ৯৫ শতাংশ।

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহতের বেড়ে ৩৯ Jan 19, 2026
img
আত্মসাতের অভিযোগে করা মামলায় এস আলম-পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু Jan 19, 2026
img
পোস্টাল ব্যালটে ভোট দেবেন খাগড়াছড়ির ১৬ কারাবন্দি Jan 19, 2026
img
দ্বৈত নাগরিকত্ব এবং প্রক্রিয়াগত সঙ্গতি Jan 19, 2026
img
পে-স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টার বার্তা Jan 19, 2026
img
দাবি আদায়ে ইসির সদিচ্ছা প্রকাশ না পেলে সব পন্থা অবলম্বন করবো: ছাত্রদল সভাপতি Jan 19, 2026
img
পাকিস্তানের শপিং মলের অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৪ Jan 19, 2026
img
বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে ৩০ হাজার টন সার পেল বাংলাদেশ Jan 19, 2026
img
ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ ঘোষণা Jan 19, 2026
img
মহাপরিকল্পনা বাস্তবায়নে তিস্তা এলাকা পরিদর্শনে চীনা রাষ্ট্রদূত ও উপদেষ্টা রিজওয়ানা Jan 19, 2026
img
বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার জন্য বড় দুঃসংবাদ Jan 19, 2026
img
কেন রাজনীতি ছাড়তে বাধ্য হয়েছিলেন মিমি চক্রবর্তী? Jan 19, 2026
img
পাবনা-৫ আসনে বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাসের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ Jan 19, 2026
img
বিনিয়োগকারীদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারেনি ওয়ান স্টপ সার্ভিস: বিডা চেয়ারম্যান Jan 19, 2026
img
বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা Jan 19, 2026
img
আসন্ন তেলেগু মিথলজিক্যাল সিনেমায় অক্ষয় খান্না! Jan 19, 2026
img
বিএডিসিতে রেকর্ড পরিমাণ সার মজুত আছে : কৃষি উপদেষ্টা Jan 19, 2026
img
জন্মদিনে ঋদ্ধিমাকে আদুরে বার্তা গৌরব চক্রবর্তীর! Jan 19, 2026
শবনম বুবলি ও আদরের সঙ্গে স্ক্রিন শেয়ার করলেন হানিফ পালোয়ান Jan 19, 2026
আয়োজকদের চোখে এবারের ফিল্ম ফেস্টিভ্যাল Jan 19, 2026