পপ জগতের প্রাক্তন জুটি জাস্টিন বিবার ও সেলেনা গোমেজকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ২০১৬ সালে তোলা একটি চুম্বনের ছবি ১০ বছর পর আবার ভাইরাল হয়ে গেছে। ছবিতে জাস্টিনের ‘লাইক’ বা সিলমোহর ভক্তদের মধ্যে জল্পনা উস্কে দিয়েছে কি আদৌ প্রাক্তন প্রেম আজও বিদ্যমান?
ফ্যানরা ছবিটিকে খুঁটিয়ে দেখেছেন, এবং সমাজমাধ্যমে জাস্টিন যে মন্তব্যে সিলমোহর দিয়েছেন তা ১০ বছর আগে একজন অনুরাগীর লেখা “এই জুটি অমর হোক”। এই লাইক পেয়ে পুনরায় প্রশ্ন উঠেছে সেলেনা ও জাস্টিনের সম্পর্ক কি এখনও কোনও রকম আবেগ বহন করছে?
যদিও জাস্টিন এবং সেলেনা উভয়ই কোনো মন্তব্য করেননি। দুই শিল্পীই নিশ্চুপ, ফলে প্রাক্তন জুটির অনুভূতি জানতে কোনও নিশ্চিত উপায় নেই। উল্লেখযোগ্য, সেলেনার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার দুই বছর পরে জাস্টিন হেইলিকে বিয়ে করেন। তাঁদের দাম্পত্য জীবন বিভিন্ন টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। সাম্প্রতিক সময়ে বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও জাস্টিন–হেইলির সিলমোহর বা সম্পর্ক নিয়ে কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া মেলেনি।
পিআর/টিকে