বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায় প্রায় এক দশক ধরে তাঁর মেয়েকে লোকচক্ষুর আড়ালে রেখেছেন। ২০১৫ সালে মা হওয়ার পর থেকে মেয়ে আদিরা চোপড়াকে প্রকাশ্যে আনার বিষয়ে বরাবরই কঠোর অবস্থানে তিনি। মুম্বাইয়ে আলোকচিত্রীদের বাড়বাড়ন্তের মধ্যেও আদিরাকে ক্যামেরার সামনে আনতে চাননি রানি। তবে সম্প্রতি মেয়েকে ঘিরে এক অকপট স্বীকারোক্তি দিয়ে আলোচনায় এসেছেন তিনি।
রানি জানিয়েছেন, আদিরাই তাঁর জীবনের সবচেয়ে বড় সমালোচক এবং সবচেয়ে বড় অনুপ্রেরণা। শুধু তাই নয়, মেয়েকেই নাকি সবচেয়ে বেশি ভয় পান তিনি। রানির ভাষায়, আদিরা তাঁর প্রতিটি কাজ গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং কোনো কিছু পছন্দ না হলে সরাসরি জানিয়ে দেয়।
সম্প্রতি অভিনয়জীবনের ৩০ বছর পূর্ণ করেছেন রানি মুখোপাধ্যায়। তাঁর নতুন ছবি মর্দানি ৩ নিয়েও আলোচনা চলছে। তবে এই মুহূর্তে তিনি খুব বেশি করে অনুভব করছেন তাঁর বাবা রাম মুখোপাধ্যায়ের অনুপস্থিতি। রানি মনে করেন, বাবাই ছিলেন তাঁর কাজের সবচেয়ে বড় সমালোচক, যার মতামত সব সময় তাঁর কাছে অমূল্য ছিল। এখন সেই জায়গাটা ধীরে ধীরে নিয়ে নিয়েছে আদিরা।
রানি বলেন, মেকআপ করলে আদিরা তাঁকে বলে, মাকে মায়ের মতো লাগছে না। আবার মেকআপ তুলে স্বাভাবিক চেহারায় ফিরে এলে মেয়েই বলে, এখন ঠিক মায়ের মতো লাগছে। তাঁর মতে, আদিরাই এখন তাঁকে শাসন করে।
রানি আরও জানান, ছোটবেলায় তিনি নিজের মায়ের হাতে চড় খেয়েছেন, কিন্তু আজকের দিনে সেই শাসন পদ্ধতি তিনি প্রয়োগ করতে পারবেন না। বরং মেয়ের সামনে বেশি সাবধান থাকতে হয় তাঁকে। আদিরা বর্তমান প্রজন্মের মেয়ে বলেই এতটা সচেতন ও আত্মবিশ্বাসী, এমনটাই মনে করেন অভিনেত্রী।
এই খোলামেলা বক্তব্যের মধ্য দিয়ে রানি শুধু একজন তারকা হিসেবেই নয়, একজন মা হিসেবেও তাঁর ভিন্ন এক দিক তুলে ধরেছেন।
এমকে/টিএ