আসন্ন নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন নির্বাচনে পক্ষপাতিত্বের সুযোগ নেই। এটি দেশের ভাগ্য নির্ধারণ ও দেশ পাল্টে দেওয়ার নির্বাচন, যা সুষ্ঠু হতে হবে। নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য মাঠ প্রশাসনে লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এতে অংশ নেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তা উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মূসা।

এসময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।

বৈঠকে নির্বাচন বিষয়ে পর্যবেক্ষণ ও বিভিন্ন উদ্বেগ প্রকাশ করে এনসিপি নেতারা বলেন, গণভোটে ‌‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা চালাচ্ছেন এনসিপির সর্বস্তরের নেতাকর্মীরা। এনসিপির নেতারা নির্বাচন সম্পর্কিত কয়েকটি বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন এবং নির্বাচনে যেন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয় সে ব্যাপারে সরকারকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচন সম্পর্কিত যে-কোনো অভিযোগ ও পরামর্শ তাৎক্ষণিকভাবে সরকারকে জানাবেন। সরকারের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া যায়, সরকার তা নেবে। কেউ যেন আইন অমান্য না করতে পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

অধ্যাপক ইউনূস বলেন, অধিকাংশ কেন্দ্র জানুয়ারির মধ্যেই সিসি ক্যামেরার আওতাধীন আনা হবে। এছাড়া ঝুঁকির আশঙ্কা আছে এমন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বডি ক্যামেরা থাকবে। কন্ট্রোল রুম থেকে এগুলো সব মনিটর করা হবে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকার আইনসম্মতভাবেই প্রচারণা করছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘‘গণভোটে ‘হ্যাঁ’ ভোট কেন দেওয়া প্রয়োজন, ‘হ্যাঁ’ ভোট দিলে কী হবে আমরা তা জনগণকে বোঝানোর চেষ্টা করছি। এ ব্যাপারে সব রাজনৈতিক দলকেও আহ্বান জানিয়েছি। এবারের নির্বাচন যাতে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হয় এই দায়িত্ব সবার- সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল- আমাদের সবার। এ ব্যাপারে সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করছি।’

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন নির্বিঘ্ন করতে ২৫২০ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে : বিজিবি Jan 19, 2026
img
কাজটা সুন্দরভাবে শেষ করতে চাই : পরীমণি Jan 19, 2026
img
প্রত্যাখ্যান থেকে রেড কার্পেটে, প্রিয়াঙ্কার হার না মানার গল্প Jan 19, 2026
img
জাতীয় নির্বাচনের কারণে স্থগিত হলো লিগ ও ফেডারেশন কাপ ফুটবল Jan 19, 2026
img
নির্বাচন সুষ্ঠু করার প্রচেষ্টা চলছে : শিল্প উপদেষ্টা Jan 19, 2026
img
জামায়াতে যোগ দিলেন এবি পার্টি মনোনীত এমপি প্রার্থী Jan 19, 2026
img
এনসিপি নেতা পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আটক ৩ Jan 19, 2026
img
অমিতের সঙ্গে শাবনূরের ভিডিও ভাইরাল! Jan 19, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে ব্যবসায়ীরা নিরবিচ্ছিন্নভাবে ব্যবসা করবেন : দুলু Jan 19, 2026
img
মাহি ও জয়ের গ্রিন কার্ড আবেদন বাতিল! Jan 19, 2026
img
টাঙ্গাইলে বিএনপি সমর্থকদের উপর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের হামলার অভিযোগ, আহত ২ Jan 19, 2026
img
১২ ফেব্রুয়ারির আগে মাদরাসায় সব ধরনের নির্বাচন বন্ধের নির্দেশ Jan 19, 2026
img
বিপিএল কিংবা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ আকবর Jan 19, 2026
img
গণভোটেই ফিরবে রাষ্ট্রের মালিকানা: উপদেষ্টা বশির উদ্দিন Jan 19, 2026
img
গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন : প্রধান উপদেষ্টা Jan 19, 2026
‘হ্যাপি প্যাটেল’-এ চমক, ফিরলেন ইমরান খান Jan 19, 2026
নামাজে মনোযোগ আনার উপায় Jan 19, 2026
img
লন্ডনের নামী ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে কৃতি শ্যানন! Jan 19, 2026
img
সেন্টমার্টিনে পরিবেশবিরোধী কর্মকাণ্ডে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা Jan 19, 2026
img
আলোচনায় নেটফ্লিক্সের ড্রামা ‘হক’, কে এই বর্তিকা সিং? Jan 19, 2026