গাজার 'বোর্ড অব পিস'-এ যুক্ত হতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বোর্ডটি গাজা পুনর্গঠন এবং অস্ত্রবিরতি তত্ত্বাবধান করবে। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ।
সোমবার (১৯ জানুয়ারি) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, প্রেসিডেন্ট পুতিনকে কূটনৈতিক মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে।
পেসকভ আরও বলেন, রাশিয়া আমন্ত্রণটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং যুক্তরাষ্ট্র থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার অপেক্ষায় আছে। ট্রাম্প বোর্ডটি বর্ণনা করেছেন 'সর্বকালের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ বোর্ড' হিসেবে। কমিটিতে যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, কানাডার প্রধানমন্ত্রী মার্ক ক্যানারি এবং মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিওও থাকবেন।
এই বোর্ডের অন্যান্য আমন্ত্রিত নেতাদের মধ্যে আছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ সিসি।
জাতিসংঘের সমর্থনে গঠিত এই বোর্ডের লক্ষ্য হলো গাজাকে দুই বছর ধরে বিধ্বস্ত করা যুদ্ধের পর পুনর্গঠন এবং মিলিটারাইজেশন কমানো।
আইকে/টিএ