আসিফ নজরুলকে লক্ষ্য করে জুলাই যোদ্ধাদের স্লোগান

হাদি হত্যার বিচার না হওয়া এবং দেশের বিচার ব্যবস্থার নাজুক অবস্থার অভিযোগ তুলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে লক্ষ্য করে গাইবান্ধায় জুলাই যোদ্ধারা স্লোগান দিয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে স্টেজ ত্যাগ করার সময় জুলাই যোদ্ধারা স্লোগান দেন। এ সময় সভাস্থলে কিছুক্ষণ উত্তেজনা দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ভোটারদের আস্থা বৃদ্ধি, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা এবং গণভোট বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী ড. আসিফ নজরুল। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়।

ড. আসিফ নজরুল তার বক্তব্যে বলেন, এবারের নির্বাচনের বড় বৈশিষ্ট্য হলো—নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। পরিবর্তনের জন্যই এই গণভোটের আয়োজন। 

তিনি বলেন, গণভোট কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়—এটি নতুন বাংলাদেশের পক্ষে-বিপক্ষে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে অনিয়ম, অবিচার, শোষণ ও বৈষম্যের কোনো স্থান থাকবে না। গণভোটের মধ্য দিয়ে সেই স্বপ্নের পথ উন্মুক্ত হবে।

শহীদ হাদির বিচার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, শহীদ হাদির বিচার হবেই। বিচারের দাবিতে যে কণ্ঠ উচ্চারিত হয়েছে তা জাগ্রত রাখতে হবে। যদি পুলিশের তদন্ত বা চার্জশিট পছন্দ না হয়, তাহলে নারাজি পিটিশনের সুযোগ রয়েছে। ত্রুটিপূর্ণ চার্জশিটের ভিত্তিতে বিচার হলে বিচারও ত্রুটিপূর্ণ হয়। আদালত তার দায়িত্ব পালন করেছে, মন্ত্রণালয়ও দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। সঠিক বিচার থেকে একচুলও সরে আসা হবে না।

তবে সভা শেষে স্টেজ ত্যাগের সময় বিচার না হওয়া ও বিচার ব্যবস্থার দুর্বলতার অভিযোগ তুলে জুলাই যোদ্ধারা উপদেষ্টাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। এতে সভা প্রাঙ্গণে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মতবিনিময় সভায় বক্তারা শান্তিপূর্ণ নির্বাচন, ভোটার উপস্থিতি বৃদ্ধি, নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সরকারি ও বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এর আগে, উপদেষ্টা ড. আসিফ নজরুল পরিবর্তনের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা ও ভোটার সচেতনতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সেন্টমার্টিনে পরিবেশবিরোধী কর্মকাণ্ডে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা Jan 19, 2026
img
আলোচনায় নেটফ্লিক্সের ড্রামা ‘হক’, কে এই বর্তিকা সিং? Jan 19, 2026
img
এবার রুপার দামেও নতুন রেকর্ড, ভরিতে বাড়ল কত? Jan 19, 2026
img
সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হচ্ছে মঙ্গলবার Jan 19, 2026
img
রাঙ্গামাটিতে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৫০ নেতাকর্মী Jan 19, 2026
img
কখনো ঢাকা আসেননি হঠাৎ তাদের খোঁজ জানতে চাইলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ! Jan 19, 2026
img
কী কারণে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন? Jan 19, 2026
img
জুলাই চেতনা বিক্রি করে এক পয়সারও অনধিকার চর্চা করিনি: আবিদুল ইসলাম খান Jan 19, 2026
img
চেনা ছক ভেঙে নতুন রূপে মালবিকা মোহানন Jan 19, 2026
img
সার্টিফিকেশন বোর্ড থেকে পুনরায় সরে দাঁড়ালেন খিজির হায়াত Jan 19, 2026
img
যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৫৭ হাজার টন গম Jan 19, 2026
img
টং দোকানে চা খেলেন নিরব, ছুড়ে ফেললেন গ্ল্যামার Jan 19, 2026
img
রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে ব্রিফিংয়ের আয়োজন ইসির Jan 19, 2026
img
সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, আশঙ্কাজনক ৩ সদস্য Jan 19, 2026
img
আসুন শহীদদের ঋণ স্বীকার করি, তাদের স্বপ্নকে ‘হ‍্যাঁ’ বলি: আলী রীয়াজ Jan 19, 2026
img
কমিশন যেন আন্দোলনের মাঠে নামতে বাধ্য না করে, হুঁশিয়ারি নাহিদের Jan 19, 2026
img
ছেলের দ্বিতীয় বিয়েতে সবার নজর কাড়লেন ৫২ বছর বয়সী মরিয়ম নেওয়াজ! Jan 19, 2026
img
বিমানবন্দর ও তার আশপাশের এলাকায় হর্ন বাজালে ১০ হাজার টাকা জরিমানা Jan 19, 2026
img
ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার করল দুই দেশ Jan 19, 2026
img
আগের মতো পাতানো নির্বাচন হতে দেবো না, ভোট হবে ৯১'র মতো: নাহিদ ইসলাম Jan 19, 2026