প্রেমের গল্পে ভিন্ন স্বাদের জাদু যোগ করতে আসছে ম্যাডক ফিল্মসের নতুন ফ্যান্টাসি রোম-কম ‘ছুমন্তর’। চলতি বছরের শেষভাগেই বড় পর্দায় আসতে যাওয়া ছবিটির কেন্দ্রে রয়েছে আত্মা অদলবদলের অভিনব ধারণা, যা দর্শকদের হাসি, আবেগ আর বিস্ময়ের মিশ্রণ উপহার দেবে বলে দাবি নির্মাতাদের। উদীয়মান তারকা অভয় ভার্মা, জাতীয় পুরস্কারজয়ী জানকি বডিওয়ালা এবং দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলাকে নিয়ে এগোচ্ছে এই প্রকল্প। সম্প্রতি অনস্ক্রিন রসায়ন যাচাইয়ের জন্য সফল মক শুট সম্পন্ন হয়েছে, এরপরই শুরু হয়েছে কর্মশালা ও চূড়ান্ত প্রি-প্রোডাকশনের প্রস্তুতি।
‘স্ত্রী’ ও ‘ভেড়িয়া’র মতো সৃজনশীল গল্প বলার খ্যাতি থাকা ম্যাডকের ব্যানারে ‘ছুমন্তর’ ২০২৬ সালের সবচেয়ে আলাদা ঘরানার ছবিগুলোর একটি হয়ে উঠতে পারে বলেই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। শরীর বদলের হাস্যরস থেকে আত্মার প্রেম—সব মিলিয়ে ‘ছুমন্তর’ দর্শককে মুগ্ধ করতেই আসছে।
এবি/টিএ