এ বছরের সংক্রান্তি লড়াইয়ে স্পষ্ট বিজয়ী মেগাস্টার চিরঞ্জীবী। মানা শঙ্কর বরপ্রসাদ গারু বিশ্বজুড়ে ২০০ কোটি রুপি গ্রস ছাড়িয়ে গেছে এবং মাত্র ছয় দিনে ১২৮.০৯ কোটি রুপি শেয়ার তুলে নিয়েছে। ১২২ কোটি রুপি ব্রেকইভেন লক্ষ্য থাকায় ছবিটি ইতিমধ্যেই পরিষ্কার লাভে পৌঁছেছে, ফলে বাণিজ্য মহল আনুষ্ঠানিকভাবে এটিকে হিট ঘোষণা করেছে। বিপরীতে বড় বাজেটের রাজা সাব কঠিন সময় পার করছে প্রভাস। নয় দিনে ছবিটির বৈশ্বিক শেয়ার দাঁড়িয়েছে ১১৬.৮৩ কোটি রুপি, যেখানে ব্রেকইভেন প্রয়োজন ২০৯ কোটি রুপি—মানে এখনও ৯২.১৭ কোটি রুপি ঘাটতি রয়ে গেছে। দুই উৎসবমুখী মুক্তি, দুই ভিন্ন চিত্র—চিরু উড়ছেন, আর প্রভাস এখনও লড়াইয়ে।
এবি/টিএ