প্রতিকূলতার মধ্যেও বিশ্বে বাংলাদেশের ভালো ভাবমূর্তি রয়েছে : অর্থ উপদেষ্টা

প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিশ্বে বাংলাদেশের একটি ভালো ভাবমূর্তি এখনো রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী পৌরসভা প্রাঙ্গণে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’-এর মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অনেক সময় শোনা যায় দেশে কিছুই হচ্ছে না বা অন্তর্বর্তীকালীন সরকার কোনো কাজ করছে না। কিন্তু বাস্তবতা তা নয়। হয়তো সবকিছু চোখে পড়ছে না। দেশ এক সময় কার্যত আইসিইউতে ছিল-এ কথা অস্বীকার করার সুযোগ নেই। একটি ব্যাংকে যেখানে ৪০ হাজার কোটি টাকা থাকার কথা, সেখানে ৩২ হাজার কোটি টাকাই নেই। সেই ব্যাংক এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এর প্রভাব আমাদের ওপর পড়েছে, আগামী সরকারের ওপরও পড়বে। তারপরও নানা প্রতিকূলতার মাঝেও বিশ্বে বাংলাদেশের একটি ভালো ইমেজ বজায় রয়েছে।

সামনের দিনগুলোতে চ্যালেঞ্জ আরও বাড়বে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, সামনে কঠিন সময় আসছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। তবুও আমরা এগিয়ে যাব। সবাই হ্যাঁ ভোট দেবেন ও সঠিক প্রার্থীকে নির্বাচিত করবেন। সঠিক প্রার্থী নির্বাচিত হলে এবারের নির্বাচন একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। নির্বাচন হবে এবং কোনো কিছুই নির্বাচন ঠেকাতে পারবে না। নির্বাচনে বাধা দেয়ার মতো কোনো পরিস্থিতিও নেই।

হ্যাঁ ভোটের গুরুত্ব তুলে ধরে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এমন সুযোগ খুব কম আসে। তাই এ বিষয়ে মানুষের কাছে যাওয়া হচ্ছে। দেশে কী কী সংস্কার প্রয়োজন-সে বিষয়ে সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে। এই সংস্কার শুধু আগামী সরকার নয়, পরবর্তী সরকারগুলোকেও বাস্তবায়ন করতে হবে। আমরা চাই, যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে তারাও জনগণকে সঙ্গে নিয়ে এসব সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে। দুর্নীতি ও অর্থপাচার বন্ধ, নারীদের সমান অধিকার এবং সুষ্ঠু বিচার-এসব বিষয়ই সার্বজনীনভাবে ‘হ্যাঁ’।

গণভোটে হ্যাঁ ভোট দিয়ে মানুষের উপকার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সেদিন ভোটাররা কাকে ভোট দেবেন সে সিদ্ধান্ত নেবেন। কারো প্ররোচনায় নয়, বরং যিনি দেশ ও জনগণের জন্য কাজ করবেন তাকেই ভোট দিতে হবে।

আদর্শ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশকে আরও অনেক দূর এগিয়ে নেয়ার সুযোগ ছিল। দেশের মানুষ মেধাবী এবং দেশের প্রতি দরদি। কিন্তু প্রত্যাশা অনুযায়ী আমরা এগোতে পারিনি। এবার এই সুযোগ হাতছাড়া করা যাবে না। সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে। তারুণ্যকে সঙ্গে নিয়ে স্বচ্ছ, সুন্দর ও আদর্শ বাংলাদেশ গড়তে আমরা কাজ করব।

ফেনী জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, পুলিশ সুপার মো. শফিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক দলের নেতাকর্মী, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পিএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে মুখ খুলল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর Jan 20, 2026
img
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপি নেতার রিট Jan 20, 2026
img
পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বসছে ইসি Jan 20, 2026
img
জামায়াতে আমিরের বগুড়া সফরের কর্মসূচি ঘোষণা Jan 20, 2026
img
ইরানকে হুঁশিয়ারি নেতানিয়াহুর Jan 20, 2026
img
হাতজোড় করে বলছি, ভোটটা রক্ষা করবেন: রুমিন ফারহানা Jan 20, 2026
img
অবৈধভাবে ভাসমান গুদাম ব্যবহার, ২ লাইটার জাহাজকে জরিমানা Jan 20, 2026
img
ভোটের প্রচার শুরুর দিন থেকেই সন্ত্রাসী গ্রেপ্তারে জোরালো অভিযান Jan 20, 2026
img

চট্টগ্রাম-৬

শেষ মুহূর্তে চূড়ান্ত মনোনয়ন পেলেন বিএনপির আরও এক প্রার্থী Jan 20, 2026
img
দক্ষিণ আফ্রিকায় মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ১৩ স্কুলশিক্ষার্থীর Jan 20, 2026
img
‘বিএমডিসি নিবন্ধিত নয়’ এমন ডিগ্রি ব্যবহার, ডা. খালিদুজ্জামানকে শোকজ Jan 20, 2026
img
ঢাকা-১৯ আসনে এনসিপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন Jan 20, 2026
img
কাবুলে শক্তিশালী বোমা হামলার ঘটনায় নিহত ৭ Jan 20, 2026
img
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’ Jan 20, 2026
img
ভুয়া পাস ব্যবহার করে মালয়েশিয়া ছাড়ার চেষ্টা, বাংলাদেশি আটক Jan 20, 2026
img
চাঁনখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার মামলার রায় আজ, সরাসরি হবে সম্প্রচার Jan 20, 2026
img
রাষ্ট্রদূতদের জরুরি বার্তা পাঠালো পররাষ্ট্র মন্ত্রণালয় Jan 20, 2026
img
ঠান্ডা আবহাওয়ায় মানুষ কেন বেশি ঘুমায়? কী বলছে চিকিৎসাবিজ্ঞান? Jan 20, 2026
img
দেশকে এগিয়ে নিতে ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে ‘হ্যাঁ ভোট’ দিন: ফারুক-ই-আজম Jan 20, 2026
img
‘ভবিষ্যতে বিপিডিবি আরও ভালো অবস্থানে যাবে’ Jan 20, 2026