বরিশালের বানারীপাড়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), বরিশাল কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আনুমানিক ৭৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া ৩ টন কাঁচামালও জব্দ করা হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা প্রায় ৮টার দিকে বানারীপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পলিথিন তৈরির অবৈধ কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে ওই এলাকার একটি অবৈধ কারখানায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ও অবৈধ পলিথিন মজুত, ব্যবহার ও তৈরির প্রমাণ পাওয়া যায়। অভিযান চলাকালে কারখানা থেকে বিভিন্ন আকারের পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়। জব্দকৃত মোট ১২০ বস্তা পলিথিনের ওজন আনুমানিক ৭৬০ কেজি।
অভিযানকালে পলিথিন সংরক্ষণ ও ব্যবহারের সঙ্গে জড়িত ব্যক্তিরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব না হলেও সংশ্লিষ্টদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জব্দকৃত নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল পরিবেশ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ে সংরক্ষণের জন্য পাঠানো হয়েছে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন বলেন , পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, মজুত, পরিবহন ও ব্যবহার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের পরিবেশবান্ধব বিকল্প পণ্য ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব। অভিযানে পরিবেশ অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা অংশ নেন।
আরআই/টিকে