আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে মরক্কোকে হারিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে সেনেগাল। ম্যাচে তৈরি হয়েছিল নানা নাটকীয়তা। সেনেগালের গোল বাতিল হওয়া, মরক্কোর পেনাল্টি পাওয়াতে সেনেগালের মাঠ ছেড়ে যাওয়া, আবার গোল করে শিরোপা জিতে নেয়া, বেশ বিশৃঙ্খলা হয়েছে। সামগ্রিকভাবে বিষয়টিকে অগ্রহণযোগ্য বলছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
মরক্কোর রাবাতে ফাইনাল দেখার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে ইনফান্তিনো লিখেছেন, ‘রোববার দেখা কদাকার দৃশ্যের নিন্দা করা উচিত এবং কখনও এর পুনরাবৃত্তি করা উচিত নয়। আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’
ঘটনায় বিবৃতি দিয়েছে দ্য কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলও। অগ্রহণযোগ্য বলেছে তারা, ‘ওই ঘটনার সময়ের ভিডিও যাচাই বাছাই করা হচ্ছে। বিষয়টি আসরের প্রতিযোগিতা কমিশনের কাছে পাঠানো হবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সেনেগালের হেড কোচ প্যাপে থিয়াও খেলোয়াড়দের ড্রেসিংরুমে ফিরিয়ে নিতে প্রধান ভূমিকার জন্য নানাবিধ নিষেধাজ্ঞায় পড়তে পারেন। মরক্কো পেনাল্টি পাওয়ার পর তা মানতে না পারায় ১৫ মিনিট খেলা বন্ধ রাখতে হয়েছিল। পরে সাদিও মানে সবাইকে রাজি করিয়ে খেলোয়াড়দের ড্রেসিংরুম থেকে মাঠে ফেরান।
রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা ফিফা এবং আফ্রিকা ফুটবল কনফেডারেশনের কাছে অভিযোগ দায়ের করবে। ফেডারেশনটি বলছে, মরক্কোকে পেনাল্টি দেয়ার পর ‘ম্যাচের স্বাভাবিক গতিপথ এবং খেলোয়াড়দের পারফরম্যান্স ব্যাহত করা হয়েছে।’
মরক্কোর মাঠ প্রিন্স মৌলে আবদেল্লাহ স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন সেনেগালের প্যাপ গুয়ে। ৯০ মিনিট পর্যন্ত গোলের দেখা না মিললে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। পরে গোল করেন প্যাপে।
আরআই/টিকে