সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছ থেকে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে ৩০০ কোটি ডলারের চুক্তি সই করেছে ভারত। এ চুক্তির ফলে আমিরাতের এলএনজির বড় ক্রেতা হয়ে উঠেছে নয়াদিল্লি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
সোমবার (২০ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ভারতের এ চুক্তি সাক্ষরিত হয়। ইউএই'র প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মাত্র ২ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে এসে এ চুক্তিটি সই করেন।
নাহিয়ানের এ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আগামী ছয় বছরে দ্বিপক্ষীয় বাণিজ্য ২০ হাজার কোটি ডলারে উন্নীত করতে অঙ্গীকার করেন উভয় দেশের রাষ্ট্রপ্রধান।
চুক্তি অনুযায়ী আবুধাবির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এডিএনওসি গ্যাস কোম্পানি আগামী ১০ বছর ধরে ভারতের হিন্দুস্থান পেট্রোলিয়াম করপোরেশনকে বছরে ৫ লাখ টন এলএনজি সরবরাহ করবে।
ভারত এখন সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় গ্রাহক এবং এডিএনওসি গ্যাসের এলএনজি কৌশলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিস্রি বলেন, ইউএই ভারতে তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।
উল্লেখ্য, গত বছর পাকিস্তান সৌদি আরবের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছে। সম্প্রতি এক পাকিস্তানি মন্ত্রী পাকিস্তান-তুরস্ক-সৌদি আরবের মধ্যে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির খসড়া প্রস্তুতির কথা জানিয়েছেন। তবে মিশ্রি স্পষ্ট করেন, আমিরাতের সঙ্গে প্রাথমিক এ চুক্তি সই করার অর্থ এই নয় যে ভারত আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়বে।
এসকে/এসএন